সময়ের সাথে সাথে মানুষের বিনোদনের ধরণ অনেকটাই পাল্টেছে। একসময় প্রেমকাহিনী আর ফুল ও অ্যাকশনের সাথে খানিক কমেডি থাকলেই ছবি হয়ে যেত। তবে বর্তমান সময়ে দুর্দান্ত চিত্রনাট্য আর ভালো অভিনয় না থাকলে কোটি কোটি টাকা খরচ করে তৈরী হওয়া ছবিও মুখ থুবড়ে পড়ছে। বলিউড তো বটেই টলিউডের (tollywood) ছবি নিয়েও উঠেছে বয়কট রব। সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী (raj chakrborty) পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ (dharmajuddha) ছবিটি। কিন্তু ছবিকে ঘিরে ইতিমধ্যেই বিতর্কের সৃষ্টি হয়েছে এমনকি বয়কটের ডাক পর্যন্ত উঠেছে।
প্রায় দুবছর ধরে মুক্তির অপেক্ষায় ছিল ছবিটি। অবশেষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধর্মযুদ্ধ’। ছবিতে টলিউডের একঝাঁক তারকাদের দেখা গিয়েছে। রাজপত্নী শুভশ্রী গাঙ্গুলি থেকে স্বাতীলেখা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, সপ্তর্ষী মৌলিকের মত তারকারা অভিনয় করেছেন ছবিতে।
কিন্তু ছবি রিলিজ হওয়ার পর থেকে বির্তর্কের সম্মুখীন। একদিকে যেমন হিন্দুধর্মের ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠছে, তেমনি উঠেছিল বাকি ছবির ভিড়ে সহজে ছবির হল পেয়ে যাওয়া। ছবির হল পাওয়া প্রসঙ্গে অবশ্য পরিচালক স্পষ্ট জানিয়ে দেন সিস্টেমেটিক ভাবেই কাজ হয়েছে। কিন্তু ধর্মীয় ভাবাবেগের জেরে ছবি বয়কটের ডাক লেগেই রয়েছে।
সোশ্যাল মিডিয়াতে বহু এমন পোস্টের ভাইরাল হয়েছে যেখানে ‘ধর্মযুদ্ধ’ ছবিটিকে বয়কটের ডাক দেওয়া হয়েছে। তবে এবার ছবি যাতে মানুষ দেখতে যায় ও ছবির আসল কাহিনী যে আদতে ভালো সেটা মানুষকে জানানোর জন্য চেষ্টায় কোনো ত্রুটি রাখতে চাইছেন না পরিচালক। সম্প্রতি ছবির জন্য পরোক্ষভাবে প্রচারে নেমেছেন টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (prosenjit chatterjee)।
রাজ চক্রবর্তীর ছবি ‘ধর্মযুদ্ধ’ এর প্রশংসা করে একটি টুইট করেছেন বুম্বাদা। যেখানে তিনি লিখেছেন, ‘আমার মা ছিলেন আমার সবচেয়ে কাছের বন্ধু, পথপ্রদর্শক আলোর মত। উনি চিরটা কাল আমার কাছে অনুপ্রেরণা হয়ে থাকবেন। ধন্যবাদ রাজ চক্রবর্তীকে ‘ধর্মযুদ্ধ’ ছবি তৈরির জন্য। পাওয়ারফুল অভিনয় করেছেন স্বাতীলেখা দি। সাথে শুভশ্রী, পার্নো,সোহম ঋত্বিকরাও দুর্দান্ত অভিনয় করেছে। সবশেষে জুড়েছেন আরও একটি লাইন, এই পারফরম্যান্স মনে থেকে যাবে বহুদিন।
আমার মা ছিলেন আমার সবচেয়ে কাছের বন্ধু, guiding light…She will always be an inspiration for me. Thank you @iamrajchoco for making #Dharmajuddha! What a powerful performance by Swatilekha di! @subhashreesotwe, @parnomittra, @myslf_soham, #RitwickChakraborty-র অভিনয়-ও দুর্দান্ত।
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) August 16, 2022
প্রসঙ্গত, ছবি বয়কট নিয়ে ইতিমধ্যেই সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয়েছিল পরিচালককে। যার উত্তরে তিনি বলেন, কেউ যদি ছবিটা দেখে সমালোচনা করতেন তাহলে শুনতাম। কিন্তু ছবি না দেখেই উল্টোপাল্টা রটানো হলে তো মানব না। হয়তো কিছু লোক ইচ্ছা করেই অশান্তির একটা পরিবেশ তৈরী করার চেষ্টা করছে।