বাংলা অর্থাৎ টলিউড ইন্ডাস্ট্রীর কথা মাথায় এলে প্রথমে আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) নামটা। অবশ্য এছাড়াও একাধিক অভিনেতা রয়েছেন যাদের মধ্যে তাপস পাল (Tapas Pal) থেকে অভিষেক চ্যাটার্জীর (Abhishek Chatterjee) মত একাধিক দুর্দান্ত অভিনেতা আছেন। একসময় টলিউড মানেই ছিল প্রসেনজিৎ, চিরঞ্জিৎ, তাপস পালের মত অভিনেতারা। সম্প্রতি পুরোনো দিনের টলিউড ছবি নিয়ে আলোচনায় বেশ কিছু মন্তব্য করেছেন অভিষেক চ্যাটার্জী।
প্রথমেই অভিষেক বাবু জানান, তাঁর অভিনয় জীবনের সবচাইতে সুপারহিট ছবি অঞ্জন চৌধুরীর (Anjan Choudhury) সাথে করা ‘গীতসংগীত ‘। ছবিতে নায়কের চরিত্রে দেখা গিলেছিল অভিনেতাকে, তবে ছবিটি পাওয়ার পিছনে রয়েছে এক মোহর কাহিনী। ছবির নায়কের জন্য রীতিমত স্বয়ম্বরের মত আয়োজন করা হয়েছিল। অনেক অভিনেতাদের অডিশন নেওয়া হয়, শেষে পালা আসে এবষিয়ক চ্যাটার্জীর। তাকেই নায়ক হিসাবে বেছে নেন অঞ্জন চৌধুরী।
এরপর ‘গুরুদক্ষিণা (Guru Dakshina 1987)’ ছবিতে তাপস পালের নায়ক হবার কাহিনী জানান অভিনেতা। আশির দশকে টলিউডে একেরপর এক সুপারহিট ছবি করেছিলেন প্রসেনজিৎ। সেই সময় অঞ্জন চৌধুরী অভিনেতার কাছে ‘গুরুদক্ষিণা’ ছবির প্রস্তাব নিয়ে যান। তবে ছবি করতে রাজি হলেও অনেকটা পারিশ্রমিক দাবি করেন অভিনেতা। সেই সময় সুপারহিট নায়ক হওয়ায় চাহিদা ছিল তুঙ্গে, তাই বেশ মোটা টাকা চেয়ে বসেন প্রসেনজিৎ। পারিশ্রমিক কমাতে বললেও সে প্রস্তাবে রাজি হননি তিনি।
গোটা ঘটনাটাই অভিষেককে জানিয়েছেন অঞ্জনবাবু। এরপরই তিনি তাঁর আগামী দুইটি ছবির জন্য তাপস পালকে সই করিয়ে নেন। এমনকি জানা যায় সেই ঘটনার পর প্রায় ১০ বছর প্রসেনজিতের সাথে কোনো ছবিতেই নাকি কাজ করেননি অঞ্জন চৌধুরী। গোটা ঘটনার বিবৃতি জানতে পেরে অনেকেই খানিকটা অবাক হয়েছেন।
প্রসঙ্গত, একসময় সিনেমায় অভিনয় করলেও বর্তমানে বড়পর্দায় সেভাবে আর দেখা যায় না অভিষেক চ্যাটার্জিকে। তবে ছোটপর্দায় নিয়মিত দেখতে পাওয়া যায় অভিনেতাকে। ষ্টার জলসার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘খড়কুটো’তে গুনগুনের বাবার চরিত্রে অভিনয় করছেন তিনি। এছাড়াও মোহর সিরিয়ালেও দেখা যাচ্ছে তাকে।