• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বয়ং ‘ইন্ডাস্ট্রি’ হয়েও ছিটেফোঁটাও নেই অহংকার! রাস্তায় দাঁড়িয়ে পাতা হাতে ফুচকা খেলেন প্রসেনজিৎ

fuchka,prosenjit chatterjee,ay khuku ay,tollywood,প্রসেনজিৎ চ্যাটার্জী,আয় খুকু আয়,ফুচ্কা

বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। সময়ের সাথে ইন্ডাস্ট্রির তো বটেই সেইসাথে ইন্ডাস্ট্রির বাইরেরও অনেকের কাছেই অভিভাবক হয়ে উঠেছেন তিনি। ৫৯ বছর বয়স যেন তার কাছে কেবলমাত্র একটি সংখ্যা। গত কয়েক দশক ধরে টলিউড ইন্ডাস্ট্রিকে বটগাছের মত ছায়া দিয়েছেন অভিনেতা, তার হাত ধরেই হয়েছে বাংলা সিনেমার বিবর্তন। আর আজও তার জনপ্রিয়তা বিন্দুমাত্র ভাটা পড়েনি, তার সমকক্ষ বা প্রতিপক্ষ টলিউডে মেলা ভার।

অনেকেই তার সাহচর্য পেতে মরিয়া। গোটা এক দশকে তার পরে আর ওমন অভিজ্ঞ অভিনেতার দেখা মেলেনি। কিন্তু এত জনপ্রিয়তার পরেও তিনি খুব মাটির মানুষ। সম্প্রতি এই কথাই আবার প্রমাণ করে দিলেন তিনি। এখন তার নাম যশ অর্থ কিছুরই অভাব নেই, তবু মাটিতে পা রেখে চলতেই বেশি পছন্দ করেন অভিনেতা।

fuchka,prosenjit chatterjee,ay khuku ay,tollywood,প্রসেনজিৎ চ্যাটার্জী,আয় খুকু আয়,ফুচ্কা

আজকালকার তারকাদের বিলাসবহুল জীবনযাপন বেশিরভাগ সময়েই খবরে থাকে। বড় পর্দা তো পরের কথা ছোট পর্দার তারকারাই রাস্তাঘাটে গাড়ির কাঁচ টুকুও নামান না। কিন্তু স্বয়ং ইন্ডাস্ট্রি নেমে এলেন রাস্তায়। শুধু তাই নয় আর ৫ জন সাধারণ মানুষের মতোন ফুচকা খেতে তিনিও যে ভালোবাসেন তা প্রমাণ ও করে দিলেন তিনি।

fuchka,prosenjit chatterjee,ay khuku ay,tollywood,প্রসেনজিৎ চ্যাটার্জী,আয় খুকু আয়,ফুচ্কা

সকলেই জানেন অভিনেতাদের সব সময় নিজেদের ফিট রাখতে হয়। যত্ন করতে হয় ত্বকের, চুলের তাই বেশিরভাগ সময়েই তারা কড়া ডায়েটে থাকেন। ফার্স্টফুড খাওয়াও বারণ থাকে। কিন্তু সেসবের তোয়াক্কা না করেই রাস্তায় নেমে ফুচকা খেলেন প্রসেনজিৎ চ্যাটার্জি। তার এই ব্যবহারে মুগ্ধ অনুরাগীরা। আসলে তার আসন্ন ছবি ‘আয় খুকু আয়’ এর প্রচাররেই তিনি একেবারে রাস্তায় রাস্তায় ঘুরছেন৷

 

এদিকে, টলিউডের প্রথম সারির নায়ক অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জির (Prosenjit Chatterjee) ছবি ‘আয় খুকু আয়’ (Ay Khuku Ay) মুক্তির অপেক্ষায়। শৌভিক কুন্ডু পরিচালিত এই ছবিতে বাবা মেয়ের জুটি হিসাবে দেখা যাবে দুজনকে। বাবার চরিত্রে থাকবেন প্রসেনজিৎ ও মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥