• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একটানা ১৪ ঘন্টার শুটিং! প্রসেনজিৎ এর সাথে চ্যালেঞ্জিং শুটিং শেষ করলেন দিতিপ্রিয়া রায়

Published on:

Prosenjit Chatterjee Ditipriya Completes Aay Khuku Aay Shooting

ঘোষণা আগেই হয়েছিল এবার শেষ হল শুটিং। একটানা ১৪ ঘন্টার শুটিং চ্যালেঞ্জের থেকে কোনো অংশে কম নয়। বিগত রবিবার এই কঠিন চ্যালেঞ্জ দিব্যি উতরে গেলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। ভাবছেন কোন ছবি? ছবিটি হল শৌভিক কুন্ডুর পরবর্তী ছবি ‘আয় খুকু আয়’ (Aay Khuku Aay)।

ছবিতে বাবা মেয়ের জুটি হিসাবে দেখা যাবে দুজনকে। বাবার চরিত্রে থাকবেন প্রসেনজিৎ ও মেয়ের চরিত্রে দিতিপ্রিয়া। প্রথম যখন ছবির পোস্টের সামনে আসে তখনই ব্যাপক চর্চা শুরু হয়ে গিয়েছিল ছবিটিকে ঘিরে। কারণ ছবিতে একেবারেই অচেনা লুকে ধরা দিয়েছেন প্রসেনজিৎ। একমাথা চুল একেবারে উধাও ছবিতে বৃদ্ধ বাবার চরিত্রে আছেন তিনি। যে কারণে মাথার চুল অর্ধেক নেই আর একেবারে বুড়ো লুকে দেখা মিলেছে তার।

Aay Khuku Aay,Prosenjit Chatterjee,Ditipriya Roy,আয় খুকু আয়,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,দিতিপ্রিয়া রায়

অন্যদিকে রানীমা অভিনেত্রী দিতিপ্রিয়াকে বাচ্চা মেয়ের মত চুরি দাঁড় পরে দেখা গিয়েছে। মাথার মাঝ বরাবর সিঁথি সাথে চুড়িদার পরে বাবাকে জড়িয়ে ধরে থাকতে দেখা গিয়েছিল তাকে। মূলত মধ্যবিত্ত পরিবারের কাহিনীর ওপরেই তৈরী হয়েছে এছবিটি। ছবির প্রযোজনা করেছেন জিৎ ও পরিচালনার দায়িত্বে আছেন শৌভিক।

Aay Khuku Aay,Prosenjit Chatterjee,Ditipriya Roy,আয় খুকু আয়,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,দিতিপ্রিয়া রায়

ছবিতে বুম্বাদা, দিতিপ্রিয়া ছাড়াও দেখা যাবে রাফিয়াত রশিদ মিথিলাকে। বুম্বাদার বিপরীতেই দেখা যাবে মিথিলাকে। এছাড়াও সোহিনী সেনগুপ্ত,বুদ্ধদেব ভট্টাচার্য, সত্যম ভট্টাচার্য এদের মত বিশিষ্ঠ তারকাদেরকেও দেখা যাবে এই ছবিতে। ছবির নামের সাথে মিল রেখে হেমন্ত মুখোপাধ্যায়-শ্রাবন্তী মজুমদারের গাওয়া ‘আয় খুকু আয়’ গানটিকে নতুন ভাবে তৈরী করেছেন সুরকার রণজয় ভট্টাচার্য। যেমনটা জানা যাচ্ছে শ্রীকান্ত আচার্য হয়তো কণ্ঠ দেবেন গানের নতুন ভার্শনে।

প্রসঙ্গত, প্রসেনজিৎ ও দিতিপ্রিয়া দুজনেরই আরও কিছু ছবি মুক্তির অপেক্ষায়  দিন গুনছে। দেব ও প্রসেনজিতের ‘কাছের মানুষ’ আগামী পুজোয় মুক্তির জন্য অপেক্ষায় রয়েছে। অন্যদিকে পাভেলের ছবি ‘কলকাতা চলন্তিকা’ মুক্তির অপেক্ষায়  রয়েছে। এই ছবিতে দিতিপ্রিয়াকে দেখা যাবে। অবশ্য কিছুদিন আগেই দিতিপ্রিয়ার মুক্তি ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে জি ফাইভে। যা বেশ জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের কাছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥