প্রসেনজিৎ চ্যাটার্জী (Prosenjit Chatterjee) নামটা সকলের কাছেই পরিচিত। বাংলা সিনেমার ‘ইন্ডাস্ট্রি’ হিসাবেও তাকে চেনেন অনেকেই। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে টলিউডের (Tollywood) শতাধিক ছবিতে কাজ করেছেন তিনি। সুপারস্টার হওয়ায় তাঁর ব্যক্তিগত জীবন থেকে প্রেম, বিয়ে বিচ্ছেদ সবই চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। নেটপাড়ায় তাকে নিয়ে কখনো প্রশংসা তো কখনো কটাক্ষ শোনা যায়। তবে অভিনেতার একাধিক বিয়ে নিয়ে চর্চা হামেশাই চলে।
সম্প্রতি নিজের পুরুনো বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন বুম্বাদা। প্রথমবার দেবশ্রী রায়ের সাথে বিয়ের পিঁড়িতে বসেছিলেন প্রসেনজিৎ। কিন্তু সেই বিয়ে টেকেনি, বিচ্ছেদ হয়েছে কয়েক বছরেই। অতি সম্প্রতি জি নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে নিজের পুরোনো বিয়ে ও প্রথম সন্তান নিয়ে মুখ খোলেন অভিনেতা। দ্বিতীয়বার অপর্ণা গুহ ঠাকুরতার সাথে বিয়ের পর আসে প্রথমসন্তান বা কন্যা প্রেরণা চ্যাটার্জী।
দ্বিতীয় বিয়ে টেকেনি, বিচ্ছেদের পরেই আলাদা হয় গিয়েছেন অপর্ণা। দুজনের মধ্যে যোগাযোগ পর্যন্ত নেই। এরপর তৃতীয়বার অর্পিতা চ্যাটার্জীর সাথে সাত পাকে বাঁধা পড়েন প্রসেনজিৎ। তারপর দ্বিতীয় সন্তান মিশুকের জন্ম হয়। বর্তমানে অর্পিতা আর মিশুককে নিয়েই দিব্যি দিন কাটছে। তবে মাঝে মধ্যেই মেয়ের কথা মনে পরে। ইচ্ছা করে প্রেরণাকে একবার দেখার জন্য কিন্তু অপর্ণা ও প্রেরণা দুজনের কেউই কলকাতায় নেই।
আসলে কয়েক মাস আগে পরিচালক অভিজিৎ গুহ ও সুদেষ্ণা রায়ের সাথে দেখা গিয়েছিলে প্রসেনজিৎ কন্যাকে। সেই ছবি নিমেষে ভাইরাল হয়ে পরে। তারপর থেকেই প্রেরণাকে নিয়ে আগ্রহ বেড়ে যায় নেটিজেনদের। অনেকেই ভাবতে শুরু করেন শীঘ্রই হয়তো অভিনয়ে আসছেন তিনি। কিন্তু পরিচালক জানান, আপাতত পড়াশোনা নিয়েই ব্যস্ত রয়েছেন প্রেরণা। লন্ডনে আইন নিয়ে পড়াশোনা করছেন, অভিনেত্রী হওয়ার কোনো ইচ্ছাই নেই।
অর্থাৎ বোঝাই যাচ্ছে মেয়ে বর্তমানে কলকাতা থেকে অনেক দূরে লন্ডনে রয়েছে। তবে মেয়েকে সত্যিই খুব মিস করেন অভিনেতা। এই প্রসঙ্গে সাক্ষাৎকারে প্রসেনজিৎ জানান, মেয়ের সাথে দেখা করার ইচ্ছা আছে,কিন্তু দেখা করা যায় না। কারণ তিনি মনে করেন ভগবান ঠিকই একদিন মুখ তুলে তাকাবেন সেদিন দেখা হবে। তার আগে মেয়ে ও প্রাক্তন স্ত্রীর জীবনে ঢুকতে চান না তিনি।
বুম্বাদার কথায়, ‘সবই সময়ের উপর নির্ভর করছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, ঈশ্বর আমার প্রতি সদয়, আমি ভগবানে বিশ্বাসী। খারাপ হোক, ভাল হোক, ও আমার সন্তান। আমি মনে করি ঈশ্বর সেই সময় আমাকে দেবেন যখন আমরা একে অপরকে জড়িয়ে ধরব। আমি সঠিক সময়ের অপেক্ষা করছি। ভগবান আমাকে সেই সময় দেবেন।’
অবশ্য এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, পৃথিবীর সব মানুষের মত আমিও হয়তো ভুল বা অন্যায় করেছি। তবে এমন কোনো অন্যায় করেনি যার জন্য ঈশ্বরের থেকে যেটা চাই সেটা পাবো না। তাই যেটা চাই ঈশ্বর ঠিকই দেবেন আশা করি।