• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফিরে এল নব্বইয়ের দশকের ম্যাজিক! এক ফ্রেমে রচনা-প্রসেনজিৎ, নিমেষে ভাইরাল ভিডিও 

বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম সেরা জুটি হল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়  (Prasenjit Chatterjee ) এবং রচনা ব্যানার্জীর (Rachna Banerjee) জুটি। একসাথে জুটি বেঁধে একাধিক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তারা।একে ওপরের বিপরীতে অভিনয় করেছেন কম করে ৩৫টা ছবিতে। যদিও এখন আর বড় পর্দায় দেখা যায় না রচনাকে। টেলিভিশনের দৌলতেই বাংলার ‘দিদি নাম্বার ১’ হয়ে উঠেছেন তিনি।

অন্যদিকে টলিউডের ইন্ডাস্ট্রি বলে পরিচিত প্রসেনজিৎ কিন্তু এই বয়সেও একের পর এক ছক্কা হাঁকিয়ে যাচ্ছেন বাংলা সিনেমা জগতে। তবে বহুদিন পর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একই ফ্রেমে ধরা দিয়েছিলেন নবইয়ের দশকের এই জনপ্রিয় জুটি। না কোনো সিনেমায় নয় বরং একটি মজার খেলা ‘দিস এন্ড দ্যাট’ (This and That) এই চ্যালেঞ্জে সম্প্রতি অংশ নিয়েছিলেন বুম্বাদা এবং রচনা ব্যানার্জি।

   

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prasenjit Chatterjee,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,দিস এন্ড দ্যাট,This and That,Social Media,সোশ্যাল মিডিয়া,Viral Video,ভাইরাল ভিডিও

এটি এমন এক ধরণের খেলা যার মধ্যে দিয়ে বোঝা যায় দুজন মানুষের মধ্যে কতখানি মিল আর অমিল রয়েছে। তাই এদিন এই খেলার দৌলাতে জানা গেল এই দুই অভিনেতা অভিনেত্রীর পছন্দ এবং অপছন্দের বিষয়ে অজানা কয়েকটি কথা। এই যেমন রচনার ব্যানার্জীর চা পছন্দতো  অন্যদিকে বুম্বাদার পছন্দ ব্ল্যাক কফি। আবার যেমন অভিনেত্রী ঘুরতে ভালোবাসেন সমুদ্রে অন্যদিকে অভিনেতার পছন্দের জায়গা পাহাড়।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prasenjit Chatterjee,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,দিস এন্ড দ্যাট,This and That,Social Media,সোশ্যাল মিডিয়া,Viral Video,ভাইরাল ভিডিও

একদিকে রচনার যেমন ক্রিকেট ভালো লাগে অন্যদিকে বুম্বাদার সেখানে পছন্দের খেলা ফুটবল।এই এত্ত  অমিলের পাশাপাশি বেশ কিছু বিষয়ে মিলও তাদের। এই যেমন তারা দুজনেই মেসেজে কথা বলার থেকে ফোনে কথা বলাটাই বেশি পছন্দ করেন কিম্বা পার্টি না করে বাড়িতে সময় কাটাতেই বেশি পছন্দ করেন তারা। প্রসঙ্গত এদিন অভিনেত্রীর পরনে ছিল কমলা রঙের ওয়ান পিস ড্রেস আর প্রসেনজিৎ পরেছিলেন ক্রিম কালারের কার্গো প্যান্ট আর শ্যাওলা রঙের শার্ট।

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prasenjit Chatterjee,রচনা ব্যানার্জী,Rachna Banerjee,দিস এন্ড দ্যাট,This and That,Social Media,সোশ্যাল মিডিয়া,Viral Video,ভাইরাল ভিডিও

তাদের শেষবার টিভির পর্দায় দেখা গিয়েছিল জুন মাসেই দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে।সেই সময় ‘আয় খুকু আয়’ সিনেমার প্রচারে দিদির দরবারে হাজির হয়েছিলেন বুম্বাদার নিজেই সে সময় পছন্দের পোস্টারের সহ অভিনেতার সাথে এটি লাইভ ভিডিও পোস্ট করেছিলেন রচনা সেই ভিডিওর কমেন্ট উপচে পড়েছিল অসংখ্য অনুরাগীদের ভালোবাসা।

 

View this post on Instagram

 

A post shared by Prosenjit Chatterjee (@prosenstar)

প্রসঙ্গত একবার টেলিভিশনের পর্দায় শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত শো অপুর সংসারে অতিথি হয়ে এসেছিলেন রচনা। সেখানেই প্রসেনজিত সম্পর্কে রসিকতা করে রচনা বলেছিলেন , “প্রসেনজিৎ অর্থাৎ বুম্বাদার সঙ্গে ৩৫টা ছবিতে অভিনয় করেছি। কিন্তু কখনও একবারের জন্যও আমার সঙ্গে একটু প্রেম করল না। আরে এরকম তো ভাবতেই পারত, রচনা সুন্দর দেখতে, রোমান্টিক মানুষ। একটু প্রেম করি বা প্রেমের কথা বলি? কিন্তু কোথায় কি। ওই সিনেমাতে নায়ক-নায়িকা হয়ে কেটে গেল।”