২০ নভেম্বর, বেলা ১২:৫৯ সকলকে কাঁদিয়ে চিরকালের জন্য এই পৃথিবী থেকে বিদায় নিলেন টলিউডের নামী অভিনেত্রী (Tollywood actress) ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা, অগুনতি মানুষের প্রার্থনা সত্ত্বেও শেষ রক্ষা হল না। মাত্র ২৪ বছর বয়সেই নিভে গেল অসম্ভব প্রতিভাবান এক অভিনেত্রীর জীবন প্রদীপ। স্বাভাবিকভাবেই ঐন্দ্রিলার অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন পরিবার, প্রিয়জন, অনুরাগী থেকে ইন্ডাস্ট্রির সহকর্মী, সিনিয়র সকলে।
টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রীর প্রয়াণে শোকস্তব্ধ ইন্ডাস্ট্রির দুই সিনিয়র শিল্পী তথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) এবং রচনা বন্দ্যোপাধ্যায়ও (Rachana Banerjee)। মৃত্যুর খবর পাওয়া মাত্রই নিজেদের খারাপ লাগা ব্যক্ত করেছেন তাঁরা। সেই সঙ্গেই শোনা গিয়েছে আক্ষেপের সুরও।
দ্বিতীয়বার ক্যান্সারকে পরাজিত করার পর রচনা সঞ্চালিত ‘দিদি নম্বর ১’এ গিয়েছিলেন ঐন্দ্রিলা। এই শোয়ের হাত ধরেই ফের টেলিভিশনের পর্দায় কামব্যাক করেছিলেন তিনি। তাই স্বাভাবিকভাবেই অভিনেত্রীর মৃত্যুর পর রচনার মনে ভিড় করে এসেছে অনেক স্মৃতি আর বেশ কিছুটা আক্ষেপ।
ঐন্দ্রিলার মৃত্যুর পর এক নামী সংবাদমাধ্যমকে রচনা বলেন, ‘আগের দু’বারের লড়াইয়ে জয়ী হয়েছিল। কিন্তু এবার আর মেয়েটা পারল না। ওঁর আত্মার শান্তি কামনা করছি। ও যেখানেই থাকুক ভালো থাকুক’। ‘দিদি নম্বর ১’ রচনা বলেন, ভীষণ প্রাণবন্ত এবং হাসিখুশি মেয়ে ছিল ঐন্দ্রিলা। এক মুহূর্তের জন্যেও ও কাউকে বুঝতে দেয়নি যে এত বড় একটা রোগ ছিল ওঁর। এরপরই অভিনেত্রী আক্ষেপের সুরে বলে ওঠেন, ওঁর সঙ্গে যদি আরও একটু সময় কাটাতে পারতাম তাহলে ভালো হতো।
অপরদিকে ঐন্দ্রিলার মৃত্যুর খবর পাওয়া মাত্রই শোক প্রকাশ করেছেন ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। অল্প কথাতেই নিজের মনের কথা প্রকাশ করেছেন তিনি। বুম্বাদা সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘ভালো থেকো ঐন্দ্রিলা। তোমার ইচ্ছাশক্তি অনুপ্রেরণা হয়ে থাকুক’।
গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর টানা ১৯ দিন হাসপাতালের বিছানায় শুয়ে লড়াই করেছেন ঐন্দ্রিলা। কিন্তু তাও এই লড়াইটায় শেষ রক্ষা হল না। রবিবার বেলা ১২:৫৯’এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী। গতকাল হাসপাতাল থেকে বেরিয়ে অভিনেত্রীর মরদেহ প্রথমে তাঁর কুঁদঘাটের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় নিয়ে যাওয়া হয় ঐন্দ্রিলার দেহ। রাত পৌনে ৮টা নাগাদ কেওড়াতলা শ্মশানে অভিনেত্রীর শেষকৃত্য সম্পন্ন হয়।