• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রফেসর সরোজ সুদ রোড! এবার সোনু সুদের মায়ের নামে হতে চলেছে রাস্তার নামকরণ

Sonu Sood

পরিযায়ী শ্রমিক থেকে বিদেশে আটক মেডিক্যাল পড়ুয়া, করোনা আতঙ্কের মাঝে প্রত্যেককেই প্রভূত সাহায্য করেছেন যিনি, সেই খ্যাতনামা দক্ষিণী অভিনেতা সোনু সুদ (Sonu sood) আবারও শিরোনামে। সূত্রের খবর, সোনুর জন্মভূমি পাঞ্জাবের ‘মোগা’ গ্রামে একটি রাস্তার নামকরণ হচ্ছে অভিনেতার মা প্রয়াত সরোজ সুদ (Saroj sood)-এর নামে। স্বাভাবিকভাবেই আবেগঘন হয়ে পড়েছেন অভিনেতা, জানিয়েছেন স্বয়ং সোনু।

ট্যুইটারে সোনু লিখেছেন, “আমাকে সাফল্যের রাস্তা যিনি দেখিয়েছেন, তাঁর নামেই মোগার একটি রাস্তার নামকরণ হচ্ছে। এটা এখনও পর্যন্ত আমার জীবনের সর্বসেরা প্রাপ্তি।” জানা গেছে, ওই রাস্তার নাম হবে ‘প্রফেসর সরোজ সুদ রোড’ (Saroj Sood)।

Sonu sood Saroj Sood

ইনস্টাগ্রামেও এ বিষয়ে ফ্যানমহলকে জানান সোনু। নিজস্ব ইন্সটা হ্যান্ডেলে তিনি লেখেন, “সারা জীবন যে রাস্তা ধরে হেঁটে গেছেন মা, সেই রাস্তার নামই এখন তাঁর নামে। হয়তো এই ঘটনায় আনন্দিত হয়ে স্বর্গ থেকে আমার মা-বাবা হাসছেন। এই কাজের জন্য হারজত কমল, সন্দীপ হানস ও অনিতা দর্শীকে সাধুবাদ জানাই।” প্রসঙ্গত উল্লেখ্য, গত অক্টোবরে মায়ের প্রয়াণ দিবসে মায়ের সম্বন্ধে ইনস্টাগ্রামে লেখেন সোনু। স্বাভাবিকভাবেই মায়ের নামে রাস্তার নামকরণের সাক্ষী থাকতে পারে যারপরনাই খুশি সোনু। তাঁর মতে, “মায়ের জন্য এর চেয়ে ভাল উপহার আর কি হতে পারে!”

করোনা আবহে লকডাউনের সময় নানা মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সোনু। ট্যুইটার-ফেসবুকের মত সামাজিক মাধ্যমকে হাতিয়ার করে তিনি পৌঁছে গেছেন সমাজের অভ্যন্তরে। সম্প্রতি মুম্বইয়ের ৮টি সম্পত্তি বন্ধক রেখে প্রায় ১০কোটি টাকার তহবিল গড়ে তুলে দারিদ্র্য দূরীকরণে হাত লাগিয়েছেন সোনু। সূত্রের খবর, কিছুদিন আগেই ‘আই এম নো মেসিহা’ নামক আত্মজীবনী প্রকাশ করেছেন। স্বাভাবিকভাবেই মোগা থেকে মুম্বইয়ের দীর্ঘ পথ পাড়ি দেওয়ার অভিজ্ঞতা জানার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন সোনুর ফ্যানমহল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥