দীর্ঘ চার বছর পর বড়পর্দায় কামব্যাক করেছিলেন বলিউড সুপারস্টার আমির খান (Aamir Khan)। গত ১১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনীত ‘লাল সিং চাড্ডা’। আর মুক্তি পাওয়ার পরই সেই সিনেমা বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। ছবি তৈরির টাকাটুকুও তুলতে পারেনি।
স্বপ্নের প্রোজেক্ট ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha) এইভাবে ব্যর্থ হওয়ায় বেশ ভেঙে পড়েছিলেন আমির। তবে এবার শোনা যাচ্ছে, ছবির এই বক্স অফিস ব্যর্থতার জন্য অভিনেতাকেই কার্যত দুষছেন ছবির প্রযোজকরা (Producers)। আমিরের নানান হটকারী সিদ্ধান্তের জন্যই ছবির এমন দশা হয়েছে বলে মত প্রযোজকদের একাংশের।
আমির, করিনা কাপুর খান, নাগা চৈতন্য, মোনা সিং অভিনীত ‘লাল সিং চাড্ডা’ হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’এর হিন্দি রিমেক। আশা করা হচ্ছিল, হলিউড ছবিটির মতোই হিন্দি রিমেকটিও দর্শকদের ইমপ্রেস করতে সমর্থ হবে। কিন্তু কোথায় কী! বক্স অফিসে চরম ফ্লপ হয়েছে আমিরের ছবি।
এবার শোনা যাচ্ছে, ছবির এই ব্যর্থতার জন্য আমিরকেই দুষছে ছবির অন্যতম প্রযোজক ভায়াকম ১৮। উল্লেখ্য, ‘লাল সিং চাড্ডা’ যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল। আমিরের প্রযোজনা সংস্থার পাশাপাশি এই ছবিতে বিনিয়োগ করেছিল ভায়াকম ১৮’ও।
তবে এবার একটি নামী সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, যৌথ প্রযোজনায় তৈরি হলেও, ছবির প্রচার সংক্রান্ত কোনও বিষয়ে ভায়াকম ১৮’এর সঙ্গে আলোচনা করেননি অভিনেতা। ‘মিস্টার পারফেকশনিস্ট’এর যা ঠিক মনে হয়েছে তাই করেছেন। ‘কফি উইথ করণ’এ আমিরের যাওয়ার বিষয়টি ভায়াকম ১৮ কর্তৃপক্ষ একেবারে শেষ মুহূর্তে জানতে পেরেছিল। আবার অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’তে যাওয়ার সিদ্ধান্ত একান্তই আমিরের ছিল।
অতীতে আমিরের এমন প্রচার কৌশল কাজে আসলেও, ‘লাল সিং চাড্ডা’র ক্ষেত্রে আসেনি। আর সেই কারণেই অভিনেতার অপ বেশ চটে গিয়েছে ভায়াকম ১৮ কর্তৃপক্ষ। এখন তাদের চিন্তা ১৮০ কোটির ধাক্কা কীভাবে সামলাবেন। অপরদিকে শোনা যাচ্ছে, ছবির ব্যর্থতায় ভেঙে পড়েছেন আমিরও। এখন আপাতত কিছুদিনের ছুটি নিয়ে যুক্তরাজ্যে পাড়ি দেওয়ার কথা ভাবছেন ‘মিস্টার পারফেকশনিস্ট’।