দক্ষিণী ছবির (South Indian Film) ভয়ে একপ্রকার কাঁটা হয়ে রয়েছে বলিউড (Bollywood)। যেখানে বলিউডের ছবিতে ১০০-২০০ কোটি উঠলেই ব্লকবাস্টার বলা হয় সেখানে দক্ষিণী ছবি ২ দিনেই ২০০ কোটি পেরিয়ে যাচ্ছে। পুষ্পা, আরআরআর, কেজিএফ ২ এক একটা ছবির গোটা পৃথিবীব্যাপী কালেকশন ৫০০-১০০০ কোটি। বলিউডের অনেক তারকারাও আজকাল দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যোগ দিচ্ছেন। তবে অনেকেই জানেন না এই প্রথম নয়, এর আগেও দক্ষিণী ছবিতে কাজ করেছেন বহু অভিনেত্রীরা।
আরআরআর ছবিতে বলিউডের অভিনেত্রী আলিয়া ভাটকে (Alia Bhatt) দেখা গিয়েছে। তবে এর আগেও অনেক অভিনেত্রীরা দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। আজ বংট্রেন্ডের পাতায় সেই সমস্ত তারকাদের সম্পর্কে আপনাদের জানাবো যারা একসময় দক্ষিণী ছবিতে কাজ করেছেন। এই লিস্টে রয়েছে কঙ্গনা থেকে ক্যাটরিনার মত অভিনেত্রীরা।
প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) : বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে অভিনেত্রী হিন্দি সিনেমা থেকে সোজা ইংরেজি সিনেমার জগতে বলিউডে পা দিয়েছেন। তবে শুরুর দিনে প্রিয়াঙ্কা দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন। সালটা ২০০২, সেই সময় একটি তামিল ছবি থামিজান এ অভিনয় করেছিলেন অভিনেত্রী।
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) : বলিউডের ক্যাটরিনা কাইফকে সকলেই জানেন। কিছুদিন আগে ভিকি কৌশলের সাথে বিয়ে করেছেন অভিনেত্রী। দর্শকদের একাধিক সুপার হিট হিন্দি ছবি উপহার দিয়েছেন তিনি। তবে বলিউডে পা রাখার আগে দক্ষিণ ইন্ডাস্ট্রিতে কাজ করেছিলেন ক্যাটরিনা। দক্ষিণী তারকা ভেঙ্কটেশের সাথে মাল্লিশ্বরী ছবিতে কাজ করেছিলেন অভিনেত্রী।
কঙ্গনা রানাউত (Kangana Ranaut) : বলিউডে সর্বদা চর্চিত তারকাদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাওয়াত। নিজের দুর্দান্ত অভিনয় তো বটেই পাশাপাশি বিতর্কিত মন্তব্যের জন্য ব্যাপক পরিচিত কঙ্গনা। অভিনেত্রী একসময় বাহুবলি অভিনেতা প্রভাসের সাথে দক্ষিণী ছবিতে অভিনয় করেছিলেন। এছাড়াও তামিল সুপারস্টার জয়ম রবির সাথেই কাজ করেছিলেন তিনি।
দীপিকা পাডুকোন (Deepika Padukone) : পদ্মাবতী অভিনেত্রী দীপিকা পাডুকোন বলিউডে একাধিক সুপারহিট ছবি করেছেন। ওম শান্তি ওম দিয়ে শুরু করে, বাজিরাও মাস্তানি, পদ্মাবতী এর মত ছবি আজও দর্শকদের মনে গেথে রয়ে গেছে। তবে বলিউড বাদে দক্ষিণী ছবিটিও একসময় কাজ করেছিলেন দীপিকা। ২০০৬ সালে কন্নড় ছবি ‘Aishwarya’ দিয়েই অভিনয় যাত্রা শুরু করেছিলেন তিনি। থালাইভা রজনীকান্তের সাথেই কাজ করেছেন তিনি।
ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bacchan) : বলিউডের ভক্ত আর ঐশ্বর্য রাইকে চেনেন না এমন মানুষ এ পৃথিবীতে আশা করি নেই। অভিনেত্রী নিজের আইকনিক বেশ কিছু ছবির জন্য দারুন জনপ্রিয়। তবে শুধু বলিউডে নয় দক্ষিণী ছবিতেও অভিনয় করেছেন বিশ্ব সুন্দরী অভিনেত্রী ঐশ্বর্য। তামিল ছবি ‘Iruvar’ এ অভিনয় করেছিলেন অভিনেত্রী।
সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha) : বলিউডের অভিনেত্রীদের মধ্যে অন্যতম সোনাক্ষী রায়। দাবাং ছবিতে সালমান খানে সাথে তাঁর অভিনয় দারুন প্রশংসিত হয়েছিল। তবে সোনাক্ষী শুধু বলিউডেই নয় দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও কাজ করে ফেলেছেন। থালাইভ রজনীকান্তের সাথেও একটি ছবিতে কাজ করেছেন সোনাক্ষী।