টলিউডের (tollywood) জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar) খুব অল্প বয়স থেকেই অভিনয় জগতে নিজের কেরিয়ার শুরু করেন। রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনি যে তুমি যে’ আমার ছবি বিপুল দিয়েই জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। এর আগে ‘আস্থা’, ‘খেলা’, ‘নানা রঙের দিনগুলি’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। এখনও ছবি থেকে ওয়েবসিরিজ সবেতেই দাপুটে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী।
কিন্তু কেরিয়ার রমরমিয়ে চললেও ব্যক্তিগত জীবনে বেশ কিছু ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। তার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তার জীবনে কার্যত ঝড় বয়ে গিয়েছে। বিচ্ছেদের পর প্রিয় বন্ধুর সঙ্গে তার সম্পর্ক নিয়েও রয়েছে অসংখ্য বিতর্ক। কিন্তু লোকের কথায় বিশেষ কান দিতে নারাজ অভিনেত্রী।
নিজের সাজের ক্ষেত্রে বেশ খুঁতখুতে অভিনেত্রী। এমনকী তার স্টাইল স্টেটমেন্ট ও আর সবার থেকে বেশ ব্যতিক্রমী তিনি। তার ব্যক্তিত্ব, সাজ-পোশাক সবেতেই থাকে অভিনবত্বের ছোঁয়া। তাই জন্যেই তার অনুরাগীর সংখ্যাও নেহাৎ কম নয়। সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই নিজের নিত্য নতুন ছবি ভিডিও ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন প্রিয়াঙ্কা যেখানে চোখ ধাঁধানো লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। তবে তার সাথে একটি গান ব্যবহার করেছেন অভিনেত্রী, “কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামের পিরিত রাখ গোপনে”। অর্থাৎ এই গান থেকেই স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় তার ব্যক্তিগত সম্পর্কেরও। রাহুলের সাথে বিবাহ বিচ্ছেদের পর ছেলে সহজকে নিয়ে আজও একাই রয়েছেন তিনি। এই ভিডিও প্রকাশ্যে আসতেই নিমেষে ভাইরাল হয়েছে।
View this post on Instagram