টলিউডের (tollywood) জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার খুব অল্প বয়স থেকেই অভিনয় জগতে নিজের কেরিয়ার শুরু করেন। রাজ চক্রবর্তী পরিচালিত ‘চিরদিনি যে তুমি যে’ আমার ছবি বিপুল দিয়েই জনপ্রিয়তা অর্জন করেন অভিনেত্রী। এর আগে ‘আস্থা’, ‘খেলা’, ‘নানা রঙের দিনগুলি’ ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। এখনও ছবি থেকে ওয়েবসিরিজ সবেতেই দাপুটে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন অভিনেত্রী।
কিন্তু কেরিয়ার রমরমিয়ে চললেও ব্যক্তিগত জীবনে বেশ কিছু ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছেন প্রিয়াঙ্কা। তার বিবাহ বিচ্ছেদ হওয়ার পর তার জীবনে কার্যত ঝড় বয়ে গিয়েছে। বিচ্ছেদের পর প্রিয় বন্ধুর সঙ্গে তার সম্পর্ক নিয়েও রয়েছে অসংখ্য বিতর্ক। কিন্তু লোকের কথায় বিশেষ কান দিতে নারাজ অভিনেত্রী।
‘চিরদিনি তুমি যে আমার’ ছবির সেই বিখ্যাত জুটি রাহুল ব্যানার্জি এবং প্রিয়াঙ্কা সরকার বাস্তব জীবনেও বেঁধেছিলেন গাঁটছড়া। তাদেরই একমাত্র ছেলে সহজ। কিন্তু ভালোবেসে বিয়ে করলেও শেষমেশ তাদের সম্পর্ক টেকেনি। ডিভোর্স ঝুলছে। কিন্তু এতকিছুর পরেও ছেলের প্রতি কর্তব্য পালনে বিন্দুমাত্রও খামতি রাখেননা প্রিয়াঙ্কা।
এখন তো লকডাউন চলছে তাই শ্যুটিং ও বন্ধ। তাই ছেলে সহজকে নিয়েই এখন সময় কাটাচ্ছেন অভিনেত্রী। কখনো সাইকেল চড়ানো শেখানো, তো কখনো পড়তে বসানো, আবার কখনো পেন্টিং করেও ছেলেকে চমকে দিচ্ছেন অভিনেত্রী।
এদিন ছেলের সঙ্গে কাটানো বেশ কিছু মিষ্টি মুহূর্তের ছবিই এবার শেয়ার করলেন অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে, সহজের সঙ্গে মিলে কাচের বোতলে পেইনটিং করে সুন্দর দুটি টেবিল ল্যাম্প বানিয়ে ফেললেন অভিনেত্রী। আবার কখনও কমপ্লেক্সের নিচে সহজকে নিয়ে সাইকেল চড়তে বের হয়ে গেলেন, পাশে ছেলেকে পড়তে বসানোর দায়িত্ব তো রয়েছেই।
View this post on Instagram