• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতে নয় ,বিদেশেই বড় হবে মেয়ে ! ১৫১ কোটির এই বাড়িতেই বসবাস করবেন নিক প্রিয়াঙ্কার কন্যা

Published on:

baby girl,Nick Jonas,Priyanka chopra,social media,কন্যা সন্তান,নিক জোনাস,প্রিয়াঙ্কা চোপড়া,সোশ্যাল মিডিয়া

আজ গোটা দিন জুড়েই শিরোনামে রয়েছে বলিউডের ‘দেশি গার্ল ‘ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka chopra), সকলকে কার্যত চমকে দিয়ে এদিন মা হওয়ার খবর জানিয়েছেন অভিনেত্রী। শুক্রবার মধ্যরাতেই সুখবর দিয়েছিলেন দেশি গার্ল। সোশ্যাল মিডিয়ায় একটি যৌথ বিবৃতিতে প্রথম সন্তান জন্মের খুশীর খবর জানিয়েছিলেন নিক জোনাস (Nick Jonas) এবং প্রিয়াঙ্কা চোপড়া। তবে নিজে গর্ভধারণ করে নয়, সারোগেসির পদ্ধতির মাধ্যমে এক ফুটফুটে কন্যা সন্তানের (Baby Girl) মা হয়েছেন প্রিয়াঙ্কা।

জানা গেছে নির্দিষ্ট সময়ের থেকে ১২ সপ্তাহ আগেই ভূমিষ্ঠ হয়েছে নিক প্রিয়াঙ্কার এই ফুটফুটে কন্যা সন্তান। তবে এই খবর ঘুণাক্ষরেও কেউ টের পায়নি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর লাতিন আমেরিকার শহরতলীতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এক হাসপাতালে রয়েছে নিক প্রিয়াঙ্কার একমাত্র মেয়ে। তবে নির্দিষ্ট সময়ের আগে তাকে হাসপাতাল থেকে ছাড়া হবে না বলে খবর।

baby girl,Nick Jonas,Priyanka chopra,social media,কন্যা সন্তান,নিক জোনাস,প্রিয়াঙ্কা চোপড়া,সোশ্যাল মিডিয়া

খবর প্রকাশ্যে আসার পরেই নতুন বাবা মাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন বলিউডের সেলিব্রিটি থেকে নেটিজেনরা। জানিয়ে রাখি ২০১৮ সালে যোধপুরে বিলাসবহুল বিয়ে সারেন নিক এবং প্রিয়াঙ্কা ,আজ প্রায় সাড়ে তিন বছরের মাথায় প্রথম সন্তানের জন্ম দিলেন চর্চিত জুটি। স্বভাবতই নিক প্রিয়াঙ্কার সংসারে এখন খুশির জোয়ার।

priyanka chopra

কিছুদিন আগেই জানা গিয়েছিল, ভারতে নিজেদের বাড়ি বেশ দিয়েছেন পিগি চপস। এখন তারা পুরোপুরি ভাবেই প্রবাসী। জানা যাচ্ছে ,নিক প্রিয়ঙ্কার ফুটফুটে কন্যা সন্তান বেড়ে উঠবে মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল বাড়িতে। প্রিয়াঙ্কা ও নিক বর্তমানে এই বাড়িতেই বসবাস করছেন।

priyanka chopra

আমেরিকায় প্রিয়াঙ্কা তার স্বামী নিক জোনাসের সাথে যে বাড়িতে থাকেন তা অনেক সুযোগ-সুবিধা সহ অত্যন্ত বিলাসবহুল। বিশেষ বিষয় হল যে অনেক সেলিব্রিটি ছুটির সময় এই ধরনের সুবিধার জন্য বিদেশে যেতে চান কিন্তু নিক এবং প্রিয়াঙ্কা সবসময় এই সুবিধাগুলির মধ্যে তাদের দিন এবং রাত কাটান। প্রতিবেদনে বলা হয়েছে, প্রিয়াঙ্কা এবং নিক জোনাসের এই বাড়িটি প্রায় 3 একর জুড়ে বিস্তৃত যা প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। প্রিয়াঙ্কার এই বাড়ির দেয়াল ও জানালা কাঁচের তৈরি। ঘরের প্রতিটি জিনিসই সুন্দর করে সাজানো।

baby girl,Nick Jonas,Priyanka chopra,social media,কন্যা সন্তান,নিক জোনাস,প্রিয়াঙ্কা চোপড়া,সোশ্যাল মিডিয়া

এই বিলাসবহুল বাড়িতে ইনডোর বাস্কেটবল, একটি বোলিং অ্যালি এবং গেম রুম থেকে একটি সুন্দর সুইমিং পুল কিনা রয়েছে৷  নিক এবং প্রিয়াঙ্কার বাড়িতে প্রায় ৭টি বেডরুম এবং ১১ টি বাথরুম রয়েছে যার সাথে বাথটাব শাওয়ার থেকে শুরু করে সমস্ত বিলাসবহুল সুবিধা রয়েছে।

priyanka chopra

প্রতিবেদনে বলা হয়েছে, এই বাংলোটির মূল্য প্রায় ১৫১ কোটি টাকা। সকলেরই জানা , প্রিয়াঙ্কা চোপড়া একজন বলিউড এবং হলিউড অভিনেত্রীর পাশাপাশি একজন চমৎকার প্রযোজক। তিনি পার্পল পেবলস পিকচার নামে একটি প্রোডাকশন হাউস খুলেছেন যার মাধ্যমে তিনি ‘দ্য স্কাইস ইজ পিঙ্ক’, ‘দ্য হোয়াইট টাইগার’, ‘পানি’, ‘পাহুনা’ এবং ‘ফায়ারব্যান্ড’-এর মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥