• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কখনো ‘পেত্নী’ তো কখনো ‘কুমড়ো পটাশ’, প্রিয়াঙ্কার অদ্ভুতুড়ে ৪ সাজ দেখে হাসছে বাচ্চা থেকে বুড়ো

Published on:

Priyanka Chopra Wierd Fashoin Styles got viral on social media and trolled by netizens

বলিউড (Bollywood) অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এমন একজন ব্যক্তিত্ব যিনি নিজের দুর্দান্ত অভিনয় ক্ষমতার মাধ্যমে হলিউডে স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। ভারতের ‘দেশি গার্ল’ এখন হয়ে উঠেছেন গ্লোবাল আইকন। অবশ্য শুধুমাত্র নিজের অভিনয়ের জন্যই নয়, প্রিয়াঙ্কা এমন একজন তারকা যিনি নিজের ফ্যাশান (Fashion) সেন্সের কারণেও বহুবার সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছেন।

কোনও অ্যাওয়ার্ড ফাংশান হোক বা ফটোশ্যুট- ‘দোস্তানা’ অভিনেত্রী সবেতেই অভিনবত্বের ছোঁয়া আনতে ভালোবাসেন। সেই কারণেই হাজার হাজার তারকার ভিড়েও আলাদা করে নজর কাড়েন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর স্টাইল স্টেটমেন্ট খুঁটিয়ে দেখলেই বোঝা যাবে তিনি বাকি সবার মতো সেজে নয়, বরং সম্পূর্ণ ভিন্ন সাজে হাজির হয়ে বারবার সকলকে অবাক করেছেন।

Priyanka hopra Bizzare outfits

অভিনব ফ্যাশান সেন্সের কথা উঠলেই এখন বেশিরভাগ মানুষই উরফি জাভেদের নাম নেন, তবে প্রিয়াঙ্কা চোপড়ার নামও কিন্তু সেই লিস্টে থাকার যোগ্য। আজকের প্রতিবেদনে ‘দেশি গার্ল’এর এমন ৪টি লুকের ছবি তুলে ধরা হল যা দেখে অবাক হওয়া ছাড়া সত্যিই কোনও উপায় নেই।

মেট গালা ২০১৯ লুক (Met Gala 2019)- ২০১৯ সালে মেট গালায় প্রিয়াঙ্কা চোপড়ার লুক সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল। নেটাগরিকদের একটি বৃহৎ অংশ অভিনেত্রীর সাজ নিয়ে হাসিঠাট্টা করেছিলেন। অনেকে তাঁর চুল দেখে এও বলেছিলেন, মাথার মধ্যে পাখির বাসা রেখে এসেছেন প্রিয়াঙ্কা! যদিও ফ্যাশান আইকনরা কিন্তু তাঁর লুকের ভূয়সী প্রশংসা করেছিলেন।

Priyanka Chopra Met Gala 2019

পোলকা ডট ড্রেপড ওর্ব লুক (Polka dot draped orb)- প্রিয়াঙ্কার অভিনব লুকের কথা হবে আর সেখানে তাঁর পোলকা ডট ড্রেপড ওর্ব লুকের নাম থাকে না তা কি হয়! অভিনেত্রীর মেট গালা লুকের মতোই এই লুকটিও তুমুল ভাইরাল হয়ছিল সোশ্যাল মিডিয়ায়।

Priyanka Chopra Polka dot draped orb

এমিলিয়া উইকস্টিডের ড্রেসের সঙ্গে ক্রকস (Emilia Wickstead dress)- প্রিয়াঙ্কা যে সত্যিই একজন ফ্যাশান আইকন তা তাঁর এই লুকটি দেখলে বোঝা যায়। এমিলিয়া উইকস্টিডের কালো রঙের ককটেল ড্রেসের সঙ্গে অভিনেত্রী ক্রকস পরে সকলকেই অবাক করে দিয়েছিলেন।

Priyanka Chopra Emilia Wickstead dress with crocs

গ্র্যামি ২০২০ (Grammy 2020)- তালিকার সর্বশেষ লুকটি হল প্রিয়াঙ্কার গ্র্যামি ২০২০’র লুক। ‘দেশি গার্ল’এর এই বোল্ড লুকটিও তুমুল ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

Priyanka Chopra Grammy 2020

২০২০ সালে আয়োজিত গ্র্যামির জন্য প্রিয়াঙ্কা বেছে নিয়েছিলেন সাদা রঙের একটি ড্রেস। নাভি পর্যন্ত খোলা সেই বোল্ড পোশাকে নজরকাড়া লাগছিল অভিনেত্রীকে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥