• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের এই সুন্দরী অভিনেত্রীরা বিদেশীদেরকেই বেছে নিয়েছেন নিজেদের স্বামী হিসাবে

Published on:

Priyanka Chopra Priety Zinta Bollywood Actresses who married foreigners

বিয়ে হল এমন একটা জিনিস যেটা নিয়ে সকলেরই অনেক আশা থাকে। কেউ প্রেম করে তো কেউ অ্যারেঞ্জড বিয়ে করেন। তবে, অনেকেরই শখ থাকে বিয়ে করে বিদেশে পারি দেবার। এমন বহু ভারতীয় মেয়ে রয়েছেন যারা এনআরআই পাত্রের সাথে বিয়ে করে বিদেশে পাড়ি দিয়েছেন। কিন্তু শুধুই সাধারণ মেয়েরা নয়, একাধিক বলিউড (Bollywood) অভিনেত্রীরাও স্বামী হিসাবে বিদেশী পাত্রকেই বেছে নিয়েছেন।

বলিউডের সুন্দরী নায়িকাদের বিয়ে করার স্বপ্ন দেখেন অনেকেই। তবে ভাগ্যবান কিছু পুরুষদের কপালে জোটে সুন্দরী বলিউড নায়িকারা। আজ বংট্রেন্ডে আপনাদের জানাবো বলিউডের কিছু সুন্দরী অভিনেত্রীদের তালিকা যারা বিদেশীদের সাথে সাত পাকে বাঁধা পড়েছেন।

১. প্রীতি জিন্টা (Preity Zinta)

বলিউডের অভিনেত্রী প্রীতি জিন্টা। বর্তমানে সিনেমাতে বা অভিনয়  জগতে দেখা যায়না অভিনেত্রীকে। তবে প্রীতি জিন্টার ‘ভির যারা’, ‘কাল হো না হো’, ‘কোই মিল গেয়া’ ছবিতে অভিনয় আজও মনে রয়েছে দর্শকদের। বলিউডের এই অভিনেত্রী ২০১৬ সালে বেভারলি হিলস এ জিনি গুডএনাফের সাথে সাত পাকে বাধা পড়েন।

২. ইলিয়ানা ডি ক্রুজ (Iliana D Cruz)

বলিউডের আরেক সুন্দরী অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। তিনিও বিদেশে এক ফটোগ্রাফারকে বেছে নিয়েছেন জীবনসঙ্গী হিসাবে। অস্ট্রেলিয়ান এই ফোটোগ্রাফেরকেই ২০১৯ সালের ২৮শে অগাস্ট বিয়ে করেন ইলিয়ানা।

৩. সেলিনা জেটলি (Celina Jaitley)

Celina Jaitley

বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। ‘নো এন্ট্রি’, ‘আপনা স্বপ্না মানি মানি ২’ এর মত একাধিক বলিউড ছবিতে অভিনয় করেছেন অভিনেত্রী। বলিউডের এই অভিনেত্রী দুবাইতে এক অস্ট্রেলিয়ান ব্যবসায়ীর প্রেমে পরে যান। পিটার হাগ হলেন একজন সিঙ্গাপুর ও দুবাইয়ের হোটেল চেনের মালিক। সেলিনা ২০১0 সালে সেলিনা ও পিটার এনগেজমেন্ট সারেন ও ২০১১তে বিয়ে করেন।

৪. শ্রিয়া সরন (Shriya Saran)

Shriya Saran

দৃশ্যাম ছবির অভিনেত্রী শ্রিয়া সরন। অভিনেত্রী হিন্দি থেকে শুরু করে তামিল তেলেগু ছবিতেও অভিনয় করেছেন। অভিনেত্রী ২০১৮ সালে কোসচেভ নামক এক রাশিয়ান টেনিস প্লেয়ারকে বিয়ে করেছেন।

৫. প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)

Priyanka Chopra Nick Jonas

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার সন্মন্ধে আলাদা করে কিছু বলার প্রয়োজন নেই। অভিনেত্রীকে সকলেই চেনেন। বলিউডে একাধিক সুপার হিট ছবি করে অভিনেত্রী হলিউডে পাড়ি দিয়েছেন। অভিনেত্রী আমেরিকান সিঙ্গার নিক জোনাসের সাথে বিয়ে করেছেন। প্রসঙ্গত নিক প্রিয়াঙ্কার থেকে ১০ বছরের বড়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥