• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিদেশে হোটেল থেকে বিলাসবহুল জীবন! টাকার প্রয়োজনে ভারতের বাড়ি বেচে দিলেন প্রিয়াঙ্কা

Published on:

Priyanka Chopra sold her apartment in Mumbai for 7 Crores

বলিউডের ‘দেশি গার্ল ‘ (Desi Girl) প্রিয়াঙ্কা চোপড়া(Priyanka Chopra)। বলিউডের গন্ডি ছাড়িয়ে অনেক দিন আগেই হলিউডে পাড়ি দিয়েছেন তিনি। ২০১৮ সালে আমেরিকান পপ গায়ক নিক জোনাসের (Nick Jones) সাথে গাঁটছড়া বাঁধার পর থেকে সেই সুদূর লস অ্যাঞ্জেলসে সুখে সংসার করছেন পি. সি। কিছুদিন আগেই নিউইয়র্কে একটি রেস্তোঁরাও খুলেছেন প্রিয়াঙ্কা । তাঁর এই ভারতীয় রেস্তোঁরাটির নাম সোনা।

সদ্য ৩৯-এ পা দিয়েছেন প্রিয়াঙ্কা। তবে কর্মসূত্রে প্রিয়াঙ্কা ছিলেন লন্ডনে ,আর নিক ছিলেন লস অ্যাঞ্জেলসে। তবে স্ত্রীর থেকে হাজার মাইল দূরে থাকলেও জন্মদিনে তাঁকে বিশেষ উপহার পাঠাতে ভোলেননি নিক। জন্মদিনে নিক প্রিয়াঙ্কাকে ১৯৮২ সাল থেকে ভিন্টেজ করা দামী রেড ওয়াইনের বোতল উপহার দিয়েছেন পপ তারকা। যার দাম ১৩ লক্ষ টাকা! সেইসাথে প্রিয়াঙ্কার দুটি ছবি পোস্ট করে ক্যাপশনে নিক লিখেছিলেন, ‘শুভ জন্মদিন আমার ভালবাসা। পৃথিবীর সমস্ত সুখের অধিকারী তুমি। আজ এবং প্রতিটা দিন। আমি তোমাকে ভালবাসি’।

Priyanka Chopra প্রিয়াঙ্কা চোপড়া

বি-টাউনের পাশাপাশি হলিউডেও নিজের বেশ ভালোই পরিচিতি তৈরি করেছেন পিকি চপস। ২০১৯ সালে ২০ মিলিয়ন ডলার দিয়ে লস অ্যাঞ্জেলসের সান ফার্নাডো ভ্যালিতে ‘এনসিনো’ নামে বিলাসবহুল বাড়ি কিনেছিলেন নিক-প্রিয়াঙ্কা।সেখানেই এখন চুটিয়ে সংসার করছেন তাঁরা। তাঁদের বিলাসবহুল জীবপযাপন দেখলে ঈর্ষা হবে বিশ্বের অনেক ধনী ব্যাক্তিদেরও।

Priyanka Chopra Sells her house for 7 Crores,Priyanka Chopra,Mumbai,Bollywood,প্রিয়াঙ্কা চোপড়া,মুম্বাই,বলিউড

বরাবরই বিলাসবহুল জীবনযাপন করতে পছন্দ করেন প্রিয়াঙ্কা। জানা যায় সবমিলিয়ে ২০০ কোটিরও বেশি সম্পত্তির মালকিন প্রিয়ঙ্কা চোপড়া।ক্যালিফোর্নিয়াতেই রয়েছে অভিনেত্রীর ১৪৪ কোটি টাকার বাংলো । প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই বাড়িতে ৭টি বেডরুম ,১১ বাথরুম সহ একাধিক সুযোগ সুবিধা রয়েছে রয়েছে।এছাড়া ভারতের গোয়াতেই বাঘা বিচের কাছে ২০ কোটির টাকার বিলাসবহুল বাংলো রয়েছে প্রিয়াঙ্কার। অন্যদিকে মুম্বইয়ের ভার্সোবা অঞ্চলে ভিনটেজ আর্কিটেকচার দিয়ে তৈরি ১০০ কোটি টাকার বাংলো রয়েছে প্রিয়াঙ্কার । এছাড়া মুম্বাইয়ের বিলাসবহুল এলাকা জুহুতে অবস্থিত তাঁর ঝাঁচকচকে কর্মযোগ অ্যাপার্টমেন্টের কথা তো সবাই জানেন। ২০১৮ সালে এই সুবিশাল বাংলোতেই বিয়ের অনুষ্ঠান সেরেছিলেন দেশি গার্ল।

Priyanka Chopra

তবে সম্প্রতি প্রকাশ্যে এসেছে প্রিয়াঙ্কা চোপড়ার দু-দুটি অ্যাপার্টমেন্ট বিক্রি দেওয়ার খবর। জানা গেছে ৭ কোটি টাকায় দুটি অ্যাপার্টমেন্ট বিক্রি (Sold Appertment) করেছেন প্রিয়াঙ্কা। এছাড়াও, মুম্বাইয়ের পশ্চিম অন্ধেরিতে অবস্থিত অফিসের দ্বিতীয় তলা ২.১১ লক্ষ টাকায় লিজ দিয়েছেন অভিনেত্রী। বর্তমানে তিনি ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ এবং হলিউডের ব্যঙ্গাত্মক নাটক ‘দ্য হোয়াইট টাইগার’ নামে বায়োপিক অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥