• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখের সাথে ঘনিষ্ঠতা, কোণঠাসা করেছিল বলিউড! ইন্ডাস্ট্রির নোংরামি নিয়ে বিস্ফোরক প্রিয়াঙ্কা

বলিউডের (Bollywood) ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন গ্লোবাল আইকন। বিশ্ব জোড়া খ্যাতি তাঁর। বলিউড ছেড়ে হলিউডে (Hollywood) চুটিয়ে কাজ করছেন অভিনেত্রী। ভারত থেকে যে ক’জন হাতে গোনা তারকা বিদেশে সফল হয়েছেন, তাঁদের মধ্যে প্রিয়াঙ্কার নাম শীর্ষে থাকবে। হলিউডে গিয়ে ‘দেশি গার্ল’ যেমন সাফল্য পেয়েছেন তা আর কেউ পাননি। যদিও সম্প্রতি তিনি জানিয়েছেন, স্বেচ্ছায় নয়, বরং একপ্রকার বাধ্য হয়ে তিনি দেশ ছেড়েছিলেন।

সম্প্রতি একটি পডকাস্টে এই বিষয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা। ‘সিটাডেল’ অভিনেত্রী বলেন, তাঁকে বলিউডে ‘কোণঠাসা’ করা হচ্ছিল। তাঁর বিরুদ্ধে প্রচুর মানুষ ‘কাঠি’ করছিলেন। পাশাপাশি রাজনীতির (Politics) শিকার হয়েছিলেন বলেও জানান নায়িকা। সব মিলিয়ে বলিউডে কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। সেই পরিস্থিতিতে দেশ ছাড়তে বাধ্য হন বলে জানান ‘দেশি গার্ল’।

   

Priyanka Chopra, Priyanka Chopra on Bollywood, Priyanka Chopra on Bollywood politics

প্রিয়াঙ্কার কথায়, ‘প্রতিনিয়ত আমাকে কোণঠাসা করা হচ্ছিল। আমায় কোনও সিনেমায় নেওয়া হচ্ছিল না। আমি খেলতে পারি না। সেই জন্য বারবার রাজনীতির শিকার হতে হতে আমি একপ্রকার ক্লান্ত হয়ে পড়েছিলেন। আমার একটা ব্রেকের দরকার ছিল’। অভিনেত্রীর কথায়, সেই সময় তাঁকে ‘উদ্ধার’ করেছিলেন তাঁর ম্যানেজার অঞ্জুলা আচারিয়া।

‘কোয়ান্টিকো’ অভিনেত্রী বলেন, অঞ্জুলা তাঁর একটি মিউজিক ভিডিও দেখেছিলেন। এরপর তাঁকে ফোন করে জিজ্ঞেস করেন, তিনি হলিউডে মিউজিক কেরিয়ার তৈরি করতে আগ্রহী কিনা। সেই সময় এই অফার পেতেই দু’হাতে তা লুফে নেন প্রিয়াঙ্কা। কারণ অভিনেত্রীর কথায়, তিনি সেই সময় বলিউড থেকে দূরে সরার একটি রাস্তা খুঁজছিলেন।

Priyanka Chopra, Priyanka Chopra on Bollywood, Priyanka Chopra on Bollywood politics

প্রিয়াঙ্কা বলেন, ‘ওঁরা আমার কেরিয়ার নষ্ট করে দেওয়ার জন্য একেবারে উঠেপড়ে লেগেছিল। আমার কাজ ছিনিয়ে নিচ্ছিল। শুধুমাত্র সিনেমা থেকে বাদ দেওয়াই নয়, আমায় যাতে কোনও সিনেমায় না নেওয়া হয় ওঁরা সেই ব্যবস্থা করছিল’। বি টাউনের প্রথম সারির অভিনেত্রী প্রিয়াঙ্কার অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে তোলপাড় অবস্থা ইন্ডাস্ট্রিতে। এই পরিপ্রেক্ষিতে আবার বোমা ফাটিয়েছেন কঙ্গনা রানাউতও।

বলিউডের ‘ক্যুইন’ কঙ্গনা বলেন, করণ জোহরের সঙ্গে নাকি প্রিয়াঙ্কা চোপড়ার ঝামেলা চলছিল। শাহরুখ খান এবং প্রিয়াঙ্কা চোপড়ার ‘না হওয়া ভালোবাসা’ই ছিল সেই ঝামেলার কারণ। আর ঠিক এই কারণেই নাকি আস্তে আস্তে প্রিয়াঙ্কার জন্য বলিউডের দরজা বন্ধ হয়ে যেতে থাকে। কঙ্গনা একথা বললেও এই বিষয়ে ‘দেশি গার্ল’ কোনও মন্তব্য করেননি।

site