• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাবার জায়গা কেউ নিতে পারে না! জন্মবার্ষিকীতে বাবাকে নিয়ে আবেগপ্রবণ ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) জনপ্রিয়তা এখন শুধুমাত্র এই দেশেই নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে। ‘দেশি গার্ল’ এখন গ্লোবাল আইকন। তবে বিদেশে জনপ্রিয়তা লাভ করলেও নিজের দেশ এবং এখানকার অনুরাগীদের কথা ভুলে যাননি তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন নায়িকা। সম্প্রতি যেমন, বাবার (Father) জন্মদিনে (Birthday) ছেলেবেলার একটি অদেখা ছবি শেয়ার করেছেন তিনি।

২০১৩ সালে প্রয়াত হয়েছেন প্রিয়াঙ্কার পিতা অশোক চোপড়া (Ashok Chopra)। সেই সময় অভিনেত্রী একেবারে ভেঙে পড়েছিলেন। তবে এখন সেই ধাক্কা খানিকটা কাটিয়ে উঠেছেন নায়িকা। সামলে নিয়েছেন নিজেকে। তবে তাই বলে, বাবার জন্মদিন কিন্তু ভোলেননি ‘দেশি গার্ল’। পিতার জন্মদিনে তাঁর সঙ্গে ছেলেবেলার একটি অদেখা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি।

   

Priyanka Chopra

প্রিয়াঙ্কা সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করেছেন, তা দেখেই বোঝা যাচ্ছে, পিতার সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক কেমন ছিল। বাবার জন্মদিনে তাঁকে স্মরণ করে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা। আমরা তোমায় প্রত্যেক দিন মিস করি’।

Priyanka Chopra with her father

‘দেশি গার্ল’এর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বরফের মধ্যে হাসি মুখে বসে রয়েছে তিনি। তাঁর পাশেই হাঁটু গেঁড়ে বসে আসেন তাঁর পিতা অশোক। ছোট্ট মেয়ের দিকে তাকিয়ে হাসছেন তিনিও। বলি সুন্দরীর শেয়ার করা ছবি মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

Priyanka Chopra with her father

‘দোস্তানা’, ‘গুন্ডে’, ‘বাজিরাও মস্তানি’ খ্যাত অভিনেত্রীর সোশ্যাল মিডিয়া প্রোফাইল দেখলেই তাঁর বাবার সঙ্গে বহু ছবি চোখে পড়ে। একটি ছবিতে যেমন দেখা যাচ্ছে, ছোট্ট প্রিয়াঙ্কা তাঁর বাবার সঙ্গে গান গাইছে। একবার এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, তাঁর পিতা অশোক যখন বিভিন্ন পার্টিতে গান গাইতেন, সেই সময় সবার প্রথমে তিনি নিজের মেয়ে অর্থাৎ তাঁর দিকে তাকাতেন।

Priyanka Chopra with her father

প্রিয়াঙ্কা তাঁর বাবার খুব কাছের ছিলেন। পিতার মৃত্যুর পর সেই কারণে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তবে বাবার স্মৃতি নিজের সঙ্গে চিরকাল রেখে দেওয়ার জন্য নিজের হাতে বাবাকে উৎসর্গ করে একটি ট্যাটু করিয়েছেন ‘দেশি গার্ল’।