• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঝাল খেয়ে ভিড়ের মাঝেই ‘বাতকর্ম’, তারপর কি? নিজের মুখেই সবটা জানালেন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা

Published on:

Priyanka Chopra recalls her memory of farting after eating Mexican food

বলিউড (Bollywood) অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন হলিউডেও পরিচিত মুখ। ভারতীয় এই নায়িকা এখন গ্লোবাল আইকন হয়ে গিয়েছেন। তাঁর বিশ্বজোড়া খ্যাতি। প্রিয়াঙ্কার অনুরাগী রয়েছে এখন গোটা বিশ্বে। তবে এবার অভিনেত্রীই কিনা নিজের জীবনের এক অপ্রস্তুতকর (Embarrasing) ঘটনার কথা সবার সঙ্গে শেয়ার করলেন। যা শুনে হাসিও ছুটেছে অনেকের।

প্রিয়াঙ্কা এমন একজন অভিনেত্রী যিনি নিজের পেশাদার জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সৌজন্যেও একাধিকবার আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। তা সে বয়সে ছোট নিক জোনাসের সঙ্গে বিয়ে করা হোক, কিংবা নাকের সার্জারি করাতে গিয়ে নাকের হাড় উড়িয়ে ফেলা হোক! ব্যক্তিগত জীবন নিয়ে প্রিয়াঙ্কা বরাবর ‘আলফিল্ডার্ড’ থেকেছেন।

Priyanka Chopra, Priyanka Chopra embarrased, Priyanka Chopra fart

সম্প্রতি রিলিজ করেছে প্রিয়াঙ্কার আন্তর্জাতিক সিরিজ ‘সিটাডেল’। সেখানে মুখ্য চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। দর্শকদের দারুণ পছন্দ হয়েছে ‘দেশি গার্ল’এর অভিনয়। সেই সঙ্গেই কয়েকদিন আগে মেট গালাতেও নিজের উজ্জ্বল উপস্থিতির মাধ্যমে সকলের নজর কেড়েছেন তিনি। তবে জীবনে এত সুন্দর, উজ্জ্বল নানান মুহূর্তের মাঝেও বেশ কিছু অপ্রস্তুত ঘটনাও কিন্তু থেকে গিয়েছে। সম্প্রতি এমনই এক ঘটনার কথা সকলের সঙ্গে ভাগ করেছেন ‘দেশি গার্ল’।

এক অনুষ্ঠানে এসে এই বিষয়ে মুখ খোলেন প্রিয়াঙ্কা। মেক্সিকান খাবার (Mexican food) যে ঝাল হয় তা কমবেশি সকলেই জানেন। একবার আমেরিকায় এই মেক্সিকান খাবার খেয়েই ভিড়ের মধ্যে বাতকর্ম (Fart) করে ফেলেন অভিনেত্রী। ‘দেশি গার্ল’ নিজে মুখেই জানান, কোনও এক ভিড় স্থানেই এই ঘটনা ঘটিয়েছিলেন তিনি। তবে সেখানে উপস্থিত কেউ যে এই বিষয়ে কিচ্ছুটি টের পাননি তাও জানিয়েছেন প্রিয়াঙ্কা।

Priyanka Chopra, Priyanka Chopra embarrased, Priyanka Chopra fart

ভিড়বহুল স্থানে বাতকর্ম করার ঘটনা সকলের সঙ্গে শেয়ার করলেও প্রিয়াঙ্কা কিন্তু এটা জানাননি আমেরিকার কোথায় কিংবা কোন অনুষ্ঠানে এই ঘটনা ঘটেছিল। পাশাপাশি অভিনেত্রী এও বলেন, এই স্মৃতি তিনি মনে রাখতে চান না। সেদিনের এই ঘটনা সম্পূর্ণ ভুলে যেতে চান বলে জানিয়েছেন ‘দেশি গার্ল’।

এছাড়াও সম্প্রতি প্রিয়াঙ্কা জানান, নাকের অস্ত্রোপচার করাতে গিয়ে কতখানি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল তাঁকে। আসলে অভিনেত্রীর নাকে পলিপের সমস্যা ছিল। সেই জন্য তিনি সার্জারি করান। তবে সেই অস্ত্রোপচারের সময় তাঁর নাকের মূল হাড়টাই উড়িয়ে যায়! প্রচণ্ড ভেঙে পড়েছিলেন ‘দেশি গার্ল’। আয়নায় নিজের মুখ অবধি দেখতে পারতেন না। তবে প্রিয়াঙ্কার মতে, জীবনের কঠিন অভিজ্ঞতা থেকেই মানুষ শেখে। এই অভিজ্ঞতা থেকেও তিনি শিক্ষা নিয়েছেন বলে জানান ‘দেশি গার্ল’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥