• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হওয়ার পর প্রথম জন্মদিন, মেয়ে মালতিকে নিয়ে এলাহী সেলিব্রেশন, ছবি শেয়ার করতেই শুভেচ্ছার ঢল

Published on:

Priyanka Chopra poses with daughter Malti Marie Chopra Jonas on her birthday

বলিউডের নামী অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) এখন সারা বিশ্ব জুড়ে খ্যাতি। হলিউডে কাজ করার সৌজন্যে তিনি এখন গ্লোবাল স্টার হয়ে গিয়েছেন। দেশের পাশাপাশি বিদেশেও অনেক অনুরাগী রয়েছে তাঁর। সম্প্রতি ৪০ বছর পা দিয়েছেন নায়িকা। কাছের মানুষ থেকে শুরু করে ভক্তরা- প্রত্যেকে তাঁকে বিশেষ দিনে শুভেচ্ছা জানিয়েছেন। তবে ‘দেশি গার্ল’এর চলতি বছরের জন্মদিন (Priyanka Chopra birthday) যেন আরও একটু বিশেষ ছিল।

মা হওয়ার পর এই প্রথমবার জন্মদিন উদযাপন করলেন প্রিয়াঙ্কা। মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের (Malti Marie Chopra Jonas) উপস্থিতিতে নায়িকার জন্মদিন যেন আরও একটু বিশেষ হয়ে গিয়েছিল। এখন নেট দুনিয়ায় ‘দেশি গার্ল’এর বার্থডে পার্টির বেশ কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে আবার দেখা গিয়েছে, মায়ের কোলে থাকা ছোট মালতী মায়ের সঙ্গে টুইনিং করে পোশাক পড়েছে।

Priyanka Chopra birthday

বার্থডে পার্টির ছবি অবশ্য প্রিয়াঙ্কা নিজে শেয়ার করেননি। তাঁর কাছের বন্ধু তামান্না ভাট ‘পিসি’র জন্মদিনের বেশ কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। এর মধ্যে প্রথম ছবিতে প্রিয়াঙ্কা এবং তাঁকে, দ্বিতীয় ছবিতে তাঁদের দু’জনের সঙ্গে ছোট্ট মালতীকে এবং শেষ ছবিতে তাঁদের সঙ্গে তামান্নার ছেলেকে দেখা গিয়েছে।

প্রিয়াঙ্কার জন্মদিনের ছবি শেয়ার করে তামান্না লিখেছেন, ‘আমাদের সোনার হৃদয়ের সোনার মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। প্রথমে কুমারী মেয়ে হিসেবে আর এখন পরিবারের সঙ্গে তোমার জন্মদিন উদযাপন করছি। দারুণ লাগছে। অনেক ভালোবাসি তোমায়। ২২ বছর হল এবং গুনছি’।

Priyanka Chopra with her daughter

প্রিয় বান্ধবীর এই মিষ্টি পোস্টে কমেন্ট করেছেন ‘দেশি গার্ল’ তিনি প্রত্যুত্তরে লিখেছেন, ‘আমি খুব খুশি হয়েছি যে তুমি এসেছিলে’। উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে তামান্নার সঙ্গে একটি ছবি শেয়ার করে নিজেদের এত বছরের গাঢ় বন্ধুত্বের কথা লিখেছিলেন ‘কোয়ান্টিকো’ খ্যাত তারকা।

৪০ বছর বয়সি এই নায়িকা হলিউডের নামী গায়ক, অভিনেতা নিক জোনাসকে ২০১৮ সালে বিয়ে করার পর থেকে বিদেশিনী হয়ে গিয়েছেন। চলতি বছরের শুরুতে সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছে তাঁদের কন্যা মালতী মেরি চোপড়া জোনাসের। আর স্বাভাবিকভাবেই কন্যার জন্মের পর প্রিয়াঙ্কার প্রথম জন্মদিন আরও বিশেষ হয়ে উঠেছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥