বলিউড (Bollywood) অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এখন গ্লোবাল আইকন। হলিউডে কাজ করে বিশ্বজোড়া খ্যাতি পেয়েছেন তিনি। প্রিয়াঙ্কার অনুরাগী রয়েছে এখন সারা বিশ্বে। স্টারকিড না হলেও শুধুমাত্র নিজের দুর্দান্ত অভিনয় দক্ষতার জোরে আজ বিশ্বদরবারে ভারতকে গর্বিত করছেন তিনি। সম্প্রতি এই অভিনেত্রীই নিজের অতীতের ভাঙা প্রেম (Past relationship) নিয়ে মুখ খোলেন।
প্রিয়াঙ্কার কর্মজীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও একসময় ব্যাপক চর্চা হয়েছে। একাধিক বলিউড অভিনেতার সঙ্গে নাম জড়িয়েছিল তাঁর। সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে তাঁর পরকীয়ার কথা একসময় ছিল ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। এছাড়াও শাহিদ কাপুর, হরমন বাওয়েজার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। সম্প্রতি অতীতের এই সম্পর্কগুলি নিয়েই খোলামেলা আলোচনা করেন ‘দেশি গার্ল’।
একাধিক বলিউড অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়ালেও প্রিয়াঙ্কা শেষ পর্যন্ত বিয়ে করেন বয়সে ছোট হলিউড গায়ক নিক জোনাসকে। সাত পাক ঘোরার পর স্বামীর সঙ্গে বিদেশেই থাকেন অভিনেত্রী। বছর খানেক হল মাতৃত্বের স্বাদ অনুভব করেছেন প্রিয়াঙ্কা। স্বামী নিক এবং কন্যা মালতীকে নিয়ে সুখে সংসার করছেন তিনি। তবে এসবের মাঝেও অতীতের স্মৃতি কিন্তু অভিনেত্রীর মন থেকে মুছে যায়নি।
সম্প্রতি ‘কল হার ড্যাডি’ পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। সেখানেই নিজের মন ভাঙা নিয়ে খোলামেলা আলোচনা করেন অভিনেত্রী। ‘দেশি গার্ল’এর কথায়, একটা সময় তিনি পরপর সম্পর্কে জড়িয়েছিলেন। ব্রেক আপ হতে না হতেই নতুন সম্পর্কে জড়িয়ে পড়তেন তিনি।
প্রিয়াঙ্কা বলেন, ‘আমি একের পর এক সম্পর্কে জড়িয়ে পড়তাম। শেষ সম্পর্কের আগে অবধি আমি নিজেকে একেবারেই সময় দিইনি। আমার মনে হয় আমি প্রচুর কাজ করেছি এবং কাজ করতে গিয়েই সহ অভিনেতাদের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়তাম। আমার মনে আদর্শ সম্পর্কের একটা ধারণা ছিল এবং আমার জীবনে যে মানুষই আসতো তাঁকেই সেই ধারণায় অন্তর্ভুক্ত করার চেষ্টা করতাম। তবে আমি বহু ভালো মানুষের সঙ্গে সম্পর্কে ছিলাম’।
View this post on Instagram
কথোপকথন শেষ করার আগে প্রিয়াঙ্কা বলেন, ‘হ্যাঁ, কিছু সম্পর্ক খুব বাজেভাবে শেষ হয়েছে। তবে কিছু মানুষ সত্যিই দারুণ ছিল। আসলে আমি আমার জীবনে যে মানুষদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছি প্রত্যেকেই খুব ভালো ছিলেন। তবে হ্যাঁ, আমার স্বামীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে যখন আমার ব্রেক আপ হয় তখন প্রায় দু’বছর আমি একা ছিলাম’।