বলিউডের বিখ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বর্তমানে বলিউডের (Bollywood) গন্ডি ছেড়ে হলিউডে (Hollywood) পা দিয়েছেন অভিনেত্রী। এমনকি বসবাসও করছেন বিলেতেই। আসলে ২০১৮ সালে পপ গায়ক নিক জোনাসকে (Nick Jones) বিয়ে করেন প্রিয়াঙ্কা। এরপর থেকেই লন্ডনে নিকের সাথে শ্বশুর বাড়িতেই থাকছেন অভিনেত্রী। ভারতীয় রীতি অনুযায়ী বিয়ের পর শ্বশুর বাড়িতেই থাকে মহিলারা হয়তো সেটাই পালন করছেন তিনি।
প্রিয়াঙ্কার থেকে তার স্বামী নিক বয়সে অনেকটাই ছোট। তাই বিয়ে তো দুরস্ত দুজনের মধ্যেকার প্রেমের সম্পর্ক সামনে আসা থেকেই নানা ধরণের ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। দুজনের সম্পর্ক বিয়েতে পরিণত হলেই পিছু ছাড়েনি বিতর্ক।
বিতর্কের মাত্রা বাড়তে বাড়তে বর্তমানে সেটা জল্পনায় পরিণত হয়েছে। আর জল্পনা উঠছে যে শশুর বাড়িতে নাকি একেবারেই মানিয়ে নিতে পারছেন না অভিনেত্রী। শশুড় বাড়ির লোকের সাথে কথা বা মত কোনোটারই হচ্ছে না। এছাড়াও নিক প্রিয়াঙ্কার সম্পর্কেও নাকি ছেদ পড়েছে।
বিয়ের কয়েক মাস কাটতেই নাকি প্রিয়াঙ্কা নিজের আসল রূপে ফিরে গিয়েছেন। যার ফলে নিক বা তাঁর বাবা মা সকলের সাথেই সম্পর্কের অবনতি হয়েছে। এমনকি জল এতদূর গড়িয়েছে যে দুজনের মধ্যেই বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হতে পারে। তবে এই খবর যে আসলে সত্যি নয় সেটা অভিনেত্রী নিজেই জানিয়েছেন।
সংবাদ মাধ্যমে নিজের সম্পর্কে খবর দেখে অভিনেত্রী বলেছেন এই খবর একেবারেই ভুয়া। স্বামী নিক ও তার পরিবারকে নিয়ে দিব্যি আছেন প্রিয়াঙ্কা। শুধু তাই নয় ইতিমধ্যেই লন্ডনে ভারতীয় রেস্টুরেন্ট খুলেছেন প্রিয়াঙ্কা। তাই বিবাহ বিচ্ছেদ তো দূরের কথা সম্পর্কে এতটুকুও আঁচড় পড়েন তাদের।