বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম অভিনেত্রী। অভিনেত্রী বর্তমানে শুধু বলিউডে সীমাবদ্ধ নেই, হলিউডেও পৌঁছে গিয়েছেন অভিনেত্রী। ২০১৫ সালে অভিনেত্রী একটি ওয়েব সিরিজ করেছিলেন ‘কোয়ান্টিকো (Quantico) ‘ সেখানে তার অভিনয় বেশ সমালোচিত হয়েছে। ছবিতে হিন্দুদেরকে সন্ত্রাসবাদী হিসাবে দেখানো হয়েছে, যেটা ভারতীয় চলচিত্রের অপমান বলেই গণ্য করা যায়।
তবে, শুধু এই বিষয়টিও নয় আরো একটি বিষয়ে অভিনেত্রীকে নেটিজেনদের বিশেষত ভারতীয় নেটিজনদের রোষের মুখে পড়তে হচ্ছে। ২০১৬সালে অভিনেত্রী এ্যামি অ্যাওয়ার্ডসে ভারতীয় চলচ্চিত্রের অপমান করেছিলেন। অভিনেত্রীকে ভারতীয় চলচ্চিত্র বলিউডের ডান্স সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। উত্তরে অভিনেত্রী বলেছিলেন , ‘বলিউডে নাচ মানেই হল নিতম্ব ও বক্ষ প্রদর্শন ‘। এছাড়াও তিনি সেই সময় নাচের অঙ্গভঙ্গি করে দেখিয়েছিলেন।
View this post on Instagram
Priyanka Chopra making fun of bollywood and Indian actrsses?? #rvcjmovies #rvcjinsta
অভিনেত্রীর ভারতীয় চলচ্চিত্রের প্রতি আচরণে ক্ষুদ্ধ হয়েছিল গোটা ভারতের নেটিজেনরা। ঘটনাটি পুরোনো হলেও ঘটনাটির জেরে বছরের পর বছর নেটিজেনদের আক্রমনের সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। নেটিজেনদের মতে যে বলিউডের জন্য আজ তার নাম যশ সমস্ত কিছু সেই বলিউডকেই তিনি অপমান করছেন কি করে!এইরূপ মন্তব্যের জন্য অনেকেই অভিনেত্রীর বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগরে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে।
https://twitter.com/rose_k01/status/1004270347842011136
#boycottpriyankachopra Quantico show was already a shitty one
Already cancelled for a next season.
And by showing Hindus as terrorists, it has touched d base.
Jitne log dekte b the, woh b boycott kr diye. #ShameonyouPriyankaChopra— Dr. Kudrat Bhangu (@EARTHLING71) June 6, 2018
ওটিটি প্লাটফর্ম নেটফ্লিক্সে রিলিজ হয়েছিল ‘কোয়ান্টিকো’ ছবিটি। এটি দ্দেখার পর প্রিয়াঙ্কাকে বয়কট করার জন্যও শোরগোল পরে যায়। সোশ্যাল মিডিয়া মাধ্যম টুইটারে বয়কট প্রিয়াঙ্কা ট্রেন্ডিং এ চলে আসে। ছবিটি যে সম্পূর্ণ কাল্পনিক ও ছবিটিও কাল্পনিক এটি বুঝিয়েও কোনো লাভ হয়নি, লোকে ছবিটি বয়কট করতে চেয়েছিল। যদিও পরে ছবির নির্মাতারা পরিস্থিতির গম্ভীরতা বুঝে, ভারতীয়দের অনুভূতিতে আঘাত করার জন্য ক্ষমা চেয়েছিলেন। সাথে অভিনেত্রীও ক্ষমা চেয়েছিলেন।
I’m extremely saddened and sorry that some sentiments have been hurt by a recent episode of Quantico. That was not and would never be my intention. I sincerely apologise. I'm a proud Indian and that will never change.
— PRIYANKA (@priyankachopra) June 9, 2018