• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এই পুচকে এখন সারা বিশ্ব কাঁপাচ্ছেন! তার রূপের জাদুতে ঘায়েল সকলে, বলুন তো কে এই বলি অভিনেত্রী?

Priyanka Chopra Jonas,Actor Priyanka Chopra,বলিউড অভিনেত্রী,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra childhood photo

প্রত্যাকটা মানুষের জীবনেই ছোটবেলার স্মৃতি মানে বেশ মধুর ও কাছের। মানুষ আর যাই ভুলে যাক না কেন ছোট্ট বেলার স্মৃতি কখনও ভোলেনা। ভবিষ্যতে বা বর্তমানে কেউ যেই জায়গাতেই থাকুক না কেন তার ছোটবেলাটা অস্বীকার করা যায়না। তারকাদের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য, কেননা তারাও কোথাও গিয়ে দিনের শেষে মানুষ। আর যেকোনোও মানুষের কাছেই তাদের ছেলেবেলা একটা নস্টালজিয়া।

এবার এই ছেলেবেলার নস্টালজিয়াতেই ভেসেছেন বলিউডের এক জনপ্রিয় অভিনেত্রী৷ শুধু বলিউডই বা বলছি কেন, হলিউডেও তিনি যথেষ্ট পরিচিত মুখ। তিনি তার অভিনয় স্বত্বার জন্য যতটা জনপ্রিয় ঠিক ততটাই জনপ্রিয় তিনি তার উদারতার জন্য। অহংকারের বিন্দুমাত্র ছোঁয়াও তার নেই। ছোট বেলার স্মৃতি মনে পড়ায় তিনি আর দেরী না করে ভক্তদের সাথে শেয়ার করলেন ছোটবেলার সেসব স্মৃতি।

Priyanka Chopra Jonas,Actor Priyanka Chopra,বলিউড অভিনেত্রী,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra childhood photo

হ্যাঁ নিজের সোশ্যাল মিডিয়ায় এই ছবিই শেয়ার করেছেন তিনি। ছবির এই পুচকে মেয়েটি আর কেউ নন, তিনি প্রিয়াঙ্কা চোপড়া। ফটোতে দেখা যাচ্ছে ছোট্ট প্রিয়াঙ্কা দিদার কোলে বসে আছে ও এক দৃষ্টিতে চেয়ে আছে দিদার চোখের পানে। যেন কত কথা জমে আছে দুজনের। ছবি গুলোতে দেখা যাচ্ছে কিভাবে পরিবারের সাথে বসে নিজেদের ছোট ছোট সুখ দুঃখ ও ভালোবাসাগুলোকে একে অপরের মধ্যে বিতরণ করছেন।

Priyanka Chopra Jonas,Actor Priyanka Chopra,বলিউড অভিনেত্রী,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra childhood photo

ছবিগুলোর নীচে অনুরাগীদের কমেন্ট উপচে পরছে। অনেক অনুরাগীরা জানিয়েছেন অভিনেত্রীর এসব ছবি দেখে আবেগে ভাসছেন তারা। আসলে সদ্য মা হয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা। নিজে মা হওয়ার পর থেকেই নিজের মধ্যে ছোট বেলার স্মৃতিগুলোকে আরও বেশি করে খুঁজে পাচ্ছেন। তাই ফিরে গিয়েছেন নিজের ছেলেবেলায়। ভারতের সবথেকে সফল ও নামী অভিনেত্রীদের তালিকায় প্রিয়াঙ্কা সকলের শীর্ষে।

Priyanka Chopra Jonas,Actor Priyanka Chopra,বলিউড অভিনেত্রী,প্রিয়াঙ্কা চোপড়া,Priyanka Chopra childhood photo

বর্তমানে অভিনেত্রী নিজের কন্যা সন্তানকে নিয়ে বেশ ভালোই আছেন। আপাতত সব নজর তার দিকেই। সন্তানকে নিয়েই ভালোভাবে দিন কাটাতে ব্যস্ত ভারতের গর্ব প্রিয়াঙ্কা চোপড়া।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥