মা হলেন বলিউডের দেশি গার্ল অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। প্রিয়াঙ্কা ও নিক জোনাসের (nick jonas) কোল আলো করে জন্ম নিলো তাঁদের প্রথম সন্তান। নিজেই এই দারুণ খুশির খবর সকলের সাথে শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। শুক্রবার মধ্যে রাতে নিজের অফিসিকাল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই খুশির খবর জানিয়েছেন অভিনেত্রী।
প্রিয়াঙ্কা নিজের বার্তায় লিখেছেন, ‘আমরা খুব আনন্দ সহকারে জানাচ্ছি যে আমরা সারোগেসি পদ্ধতির সাহায্যে সন্তান নিয়েছি। আমরা সম্মানের সাথে নিজেদের জন্য কিছুটা গোপনীয়তা প্রার্থনা করছি, কারণ এই সময় আমরা পরিবারকে সময় দিতে চাই। অনেক অনেক ধন্যবাদ;। আর বার্তার শেষে রয়েছে একটি হার্ট ইমোজি।
অভিনেত্রীর মা হবার খবর পাওয়া মাত্রই শুভেচ্ছায় ভেসে গিয়েছে সোশ্যাল মিডিয়া। প্রিয়াঙ্কার পোস্টে লক্ষ লক্ষ মানুষ শুভেচ্ছা জানিয়েছেন তাকে। সাথে বলিউড থেকে হলিউডের সেলেব্রিটি সহকর্মীরাও তাকে শুভেচ্ছা জানিয়েছে। আর ম হবার খবরে আবারো সর্বত্রই শিরোনামে উঠে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া। তবে সদ্যজাত ছেলে না মেয়ে সেটা অভিনেত্রী নিজেও জানান নি আর এখনও পর্যন্ত অজানাই রয়েছে।
View this post on Instagram
প্রসঙ্গত, কিছুদিন আগেই প্রিয়াঙ্কা ও নিকের সম্পর্ক নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। প্রিয়াঙ্কা হটাৎই নিজের সোশ্যাল মিডিয়া থেকে জোনাস পদবি সরিয়ে ফেলেছিলেন। যে কারণে সর্বত্র প্রিয়াঙ্কা ও নিকের বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা শুরু হয়ে যায়। এমনকি রাতারাতি টুইটারের ট্রেন্ডিং সেকশনে চলে এসেছিলেন অভিনেত্রী। তবে সে সব যে একেবারেই জল্পনা এদিনের পোস্ট সেটা প্রমাণ করে দিল।
এছাড়াও কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিকের সাথে নিজেদের ভবিষ্যতের প্লানিংয়ের কথা জানিয়েছিলেন। অভিনেত্রী জানান, নিক ও তাঁর ভবিষ্যতের একটা বড় ইচ্ছা হল সন্তান ধারণ। মা হতে চান তিনি। অর্থাৎ ভবিষ্যতে সন্তান নেবার পরিকল্পনা যে রয়েছে সে বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। যদিও প্রিয়াঙ্কাকে প্রশ্ন করা হয়েছিল এতো ব্যস্ততা মাঝে মা হবার সিদ্ধান্ত কিভাবে নেবেন? যার উত্তরে তিনি জানিয়েছিলেন মা হবার পর ব্যস্ততা কিছুটা কমানোর ইচ্ছা রয়েছে তাদের। আর এর পরেই হটাৎ করে এল এমন সুখবর। যেটা প্রিয়াঙ্কার অনুগামীদের জন্য সত্যিই দারুণ একটা খবর।