• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বুলি ফোটার আগেই পড়া চালু, সাথে ৩ বডিগার্ড! মেয়ে মালতিকে নিয়ে প্রিয়াঙ্কার কাণ্ডে হতবাক নেটপাড়া

Published on:

Priyanka Chopra and Nick Jonas’s daughter Maltie Marie enjoys with her friends, see pics

প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) এবং নিক জোনাস (Nick Jonas) এই মুহূর্তে সম্ভবত নিজেদের জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন। মেয়ে মালতী মেরি (Maltie Marie Jonas Chopra) আসার পর একেবারে বদলে গিয়েছে তারকা দম্পতির জীবন। তাঁর আশেপাশেই ঘোরে এখন তাঁদের পৃথিবী। নিক-প্রিয়াঙ্কার সামাজিক মাধ্যমের পোস্ট দেখলেই সেকথা আন্দাজ করে নেওয়া যায়।

চলতি বছর জানুয়ারি মাসে নিক-প্রিয়াঙ্কার প্রথম সন্তান মালতী মেরির জন্ম হয়েছে। সারোগেসির মাধ্যমে তাঁকে এই পৃথিবীতে এনেছেন তারকা জুটি। এখনও অবশ্য মেয়ের মুখ প্রকাশ্যে আনেননি তাঁরা। তবে মালতী মেরিকে প্রকাশ্যে না আনলেও, মাঝেমধ্যেই তাঁর নানান মিষ্টি মিষ্টি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে থাকেন নিক এবং প্রিয়াঙ্কা।

Maltie Marie Chopra Jonas

সম্প্রতি যেমন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছোট্ট মালতী মেরির বেশ কিছু মিষ্টি ছবি শেয়ার করেছেন ‘দেশি গার্ল’। তা দেখে নেটিজেনরা একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন। মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সেই সব ছবি।

প্রিয়াঙ্কা মোট তিনটি ছবি শেয়ার করেছিলেন। এর মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছে, উপুড় হয়ে বই পড়ছে ৭ মাসের মালতী মেরি। যা দেখে নেটিজেনদের একাংশ বেশ অবাক হয়েছেন। এই বয়স থেকেই পড়াশোনা শুরু? এমন গোছের মন্তব্য করেছেন তাঁরা।

Maltie Marie Chopra Jonas reading a book

দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে, খেলনা নিয়ে মেঝেতে বিছানায় শুয়ে রয়েছে নিক-প্রিয়াঙ্কার কন্যা। আর তাঁকে আগলে রেখেছেন তাঁর তিন ‘বডিগার্ড’ বন্ধু পান্ডা, ডায়ানা এবং জিনো। তৃতীয় ছবিতে দেখা যাচ্ছে, মালতী মেরির পোশাকে লেখা, ‘জিনো, ডায়ানা এবং পান্ডা আমায় আগলে রেখেছে’।

Maltie Marie with Gino Diana and Panda

তবে এই ছবিগুলি দেখে মুগ্ধ হলেও, অনুরাগীদের একাংশ ছোট্ট মালতীর মুখ দেখার জন্য আর অপেক্ষা করতে পারছেন না। সম্প্রতি অবশ্য প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ইঙ্গিত করেছেন যে, শীঘ্রই মেয়ের মুখ প্রকাশ্যে আনতে পারেন নিক এবং প্রিয়াঙ্কা। আপাতত সেই অপেক্ষাতেই দিন গুনছেন তারকা দম্পতির অসংখ্য অনুরাগীরা।

অপরদিকে প্রিয়াঙ্কার আগামী প্রোজেক্টের নিরিখে যদি বলা হয়, তাহলে অভিনেত্রীর হাতে এখন দু’টি হলিউড প্রোজেক্ট রয়েছে। এছাড়াও ‘দেশি গার্ল’কে এরপর আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জি লে জারা’ ছবিতেও দেখা যাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥