• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শরীরের অযত্ন থেকে ঘুমের মধ্যে মাইল্ড স্ট্রোক! জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন প্রিয়াঙ্কা 

Published on:

প্রিয়াঙ্কা ভট্টাচার্য,Priyanka Bhattacaharjee,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,ঘুমের মধ্যেই,During Sleeping,মাইল্ড স্ট্রোক,Mild Stroke

বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় একজন অভিনেত্রী হলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য (Priyanka Bhattacaharjee)। সারা বছরই এখন ঠাসা কাজ থাকে তার হাতে। বাংলা সিরিয়াল তো বটে সেই সাথে বাংলা ওয়েব সিরিজ জগতেরও অত্যন্ত পরিচিত মুখ হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা। পজিটিভ হোক কিংবা নেগেটিভ উভয় চরিত্রেই তার অভিনয় ছাপ ফেলে দর্শকদের মনে।

গত সপ্তাহেই অভিনেত্রী এসেছিলেন ‘দিদি নাম্বার ওয়ান’ (Didi No 1)-এর মঞ্চে। এদিন বাংলার প্রথমসারির এই গেম শোতে এসে অভিনেত্রী যা জানালেন তা শুনে চোখ কপালে ওঠার জোগাড় হয় খোদ সঞ্চালিকা রচনা ব্যানার্জিরও। অভিনেত্রী জানান কিছুদিন আগেই নিজের শরীরের প্রতি অযত্ন নেওয়ায় তার একটা মাইল্ড  স্ট্রোক হয়েছিল তার।

প্রিয়াঙ্কা ভট্টাচার্য,Priyanka Bhattacaharjee,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,ঘুমের মধ্যেই,During Sleeping,মাইল্ড স্ট্রোক,Mild Stroke

কথা হচ্ছে সেই সময়কার যখন প্রিয়াঙ্কা ‘অপরাজিতা অপু’ (Aparajita Apu) সিরিয়ালে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছিলেন। সেই সময় একই সাথে চলছিল তার ওয়েব সিরিজের শুটিংয়ের কাজ শুধু তাই নয় ব্যস্ততা ছিল বাড়িতেও। আসলে সেইসময়  বাড়িতে ছিল অভিনেত্রীর দাদার বিয়ের তোড়জোড়। তাই সব মিলিয়ে ব্যস্ততার মধ্যে একেবারে ডুবে ছিলেন অভিনেত্রী।

প্রিয়াঙ্কা ভট্টাচার্য,Priyanka Bhattacaharjee,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,ঘুমের মধ্যেই,During Sleeping,মাইল্ড স্ট্রোক,Mild Stroke

সেই সময় টানা তিনি আন্দুল থেকে টালিগঞ্জ যাতায়াত করতেন এবং ব্ল্যাক কফি খেয়ে শুটিং করতেন সেইসাথে ঘুমটাও অল্প হত। যারফলে এই সময় তার এমন পরিস্থিতি হয় যে সব সময় তার মাথা ঘুরতো আর গা হাত পা কাঁপতো। এইভাবে দাদার বিয়ের কাটানোর পর বৌভাতের দিন নাকি তার শরীরটা বেশ খারাপ লাগছিল। রাতে শোয়ার পরেও নাকি অস্বস্তি হচ্ছিল।

প্রিয়াঙ্কা ভট্টাচার্য,Priyanka Bhattacaharjee,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,ঘুমের মধ্যেই,During Sleeping,মাইল্ড স্ট্রোক,Mild Stroke

পরদিন সকাল বেলায় ঘুম থেকে উঠে অভিনেত্রী দাঁত মাজার সময়তিনি বুঝতে পারেন, দাঁত মাজতে গিয়ে মুখ থেকে জল বেরিয়ে যাচ্ছে। চোখ ডলতে পারছেন না। এমনকি শুটিং ফ্লোরে গিয়ে সংলাপ পর্যন্ত বলতে পারছিলেন না তিনি।  সেসময় চিকিৎসক তাকে জানিয়েছিলেন তাঁর নাকি ঘুমের মধ্যেই (During Sleeping) মাইল্ড স্ট্রোক (Mild Stroke) হয়েছিল।

প্রিয়াঙ্কা ভট্টাচার্য,Priyanka Bhattacaharjee,দিদি নাম্বার ওয়ান,Didi No 1,ঘুমের মধ্যেই,During Sleeping,মাইল্ড স্ট্রোক,Mild Stroke

আর তাতেই অভিনেত্রীর মুখের ডানদিকের নার্ভস সিস্টেম ড্যামেজ হয়েছে। এরপর চিকিৎসা শুরু হলে ওষুদের পাশাপাশি বিশ্রাম নিয়ে ওই অবস্থাতেই নাকি সিরিয়ালের শুটিং লড়েছিলেন তিনি। তবে খারাপ সময় কাটিয়ে এখন প্রিয়াঙ্কা পুরোপুরি সুস্থই রয়েছেন বলে জানিয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥