সত্যিই সময় কারো জন্য থেমে থাকে না। দেখতে দেখতে এক মাসের বেশি হয়ে গিয়েছে, ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma) আজ আর নেই। গত মাসে প্রয়াত হয়েছেন বাংলা বিনোদন জগতের এই জনপ্রিয় অভিনেত্রী। ঐন্দ্রিলার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছিল গোটা বাংলার বিনোদন জগতে। জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত ফিরে আসার আপ্রাণ চেষ্টা করেছিলেন অভিনেত্রী।
কিন্তু শেষ রক্ষা হয়নি দু সপ্তাহ ধরে প্রাণপণ লড়াই চালিয়েও শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মেনে ছিলেন এই অভিনেত্রী। কিন্তু ঐন্দ্রিলার কথা মনে রাখবেন সবাই, বিশেষ করে তার লড়াই করার ক্ষমতা আজও অনুপ্রেরণা যে কোন মানুষের কাছে। সব ঠিক থাকলে নতুন বছরেই অর্থাৎ আগামী জানুয়ারি মাসেই দেখা যেত ঐন্দ্রিলা অভিনীত ওয়েব সিরিজ (Web Series) ‘অলক্ষ্মীজ ইন গোয়া’ (Olokhis in Goa)।
বেঁচে থাকতে এই ওয়েব সিরিজের শুটিং শুরু করেছিলেন ঐন্দ্রিলা। কিন্তু শুটিং শেষ হওয়ার আগেই কাজ অসম্পূর্ণ রেখেই অকালে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঐন্দ্রিলা। তবে ঐন্দ্রিলা আচমকা অসুস্থ হয়ে পড়ায় শুটিং স্থগিত না করে কিংবা তার জন্য কোন রকম অপেক্ষা না করে রাতারাতি ঐন্দ্রিলার জায়গায় নেওয়া হয়েছিল এক নতুন অভিনেত্রীকে।
সেসময় সেই অভিনেত্রীর নাম জানা না গেলেও এখন আর কোন রাখঢাক না রেখেই প্রকাশ্যে আনা হয়েছে এই নতুন ওয়েব সিরিজের পোস্টার। জানা যাচ্ছে ঐন্দ্রিলা শর্মার পরিবর্তে এই নতুন ওয়েবসিরিজে দেখা যাবে টেলিপাড়ার পরিচিত মুখ প্রিয়াঙ্কা ভট্টাচার্যকে (Priyanka Bhattacharjee)। প্রিয়াঙ্কা ছাড়াও এই ওয়েবসিরিজে থাকছেন অনুরাধা মুখোপাধ্যায়, আভেরি সিংহ রায় এবং প্রিয়াঙ্কা মন্ডল নামে আরো একজন অভিনেত্রী।
মোট চারজন নারী এবং তাদের গোয়া ভ্রমণের কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। জানা যাচ্ছে এই ওয়েব সিরিজের পরিচালক জয়দীপ বন্দ্যোপাধ্যায় ইচ্ছা প্রকাশ করেছেন ওয়েব সিরিজের শেষে ঐন্দ্রিলার শুটিং এর কিছু অংশ দেখানো হবে। যদিও এখনো পর্যন্ত তার এই সিদ্ধান্তে শীলমোহর পড়েনি।