• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোয়েলকে ক্লাস সেভেনেই প্রেমের প্রস্তাব দিয়েছিলেন গৃহশিক্ষক! জানেন কি ঘটেছিল মল্লিক বাড়িতে

Published on:

টলিউড,Tollywood,কোয়েল মল্লিক,Koel Mallick,রঞ্জিত মল্লিক,Ranjit Mallick,Love Proposal,প্রেমের প্রস্তাব,Childhood,ছোটবেলা

টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির প্রথম সারির সুন্দরী অভিনেত্রীদের উঠলে প্রথমেই আসে কোয়েল মল্লিক (Koel Mallick)-এর নাম। বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিকের (Ranjit Mallick) মেয়ে হলেও আজ পর্যন্ত অহংকার শব্দটা ছুঁতে পর্যন্ত পারেনি তাঁকে। সারাক্ষণ তাঁর ঠোঁটের কোণায় লেগে রয়েছে হাসি। স্টারকিড হয়েও সদাহাস্য এই অভিনেত্রী কিন্তু সিনেমা জগতে পরিচয় তৈরী করেছেন সম্পূর্ণ নিজের অভিনয় গুণে।

শুরু থেকেই  অসাধারণ একটা ব্যক্তিত্বের অধিকারী কোয়েল। যা বরাবরই  মুগ্ধ করে তাঁর  অনুরাগীদের।একান্নবর্তী পরিবারে বেড়ে ওঠা কোয়েলের পারিবারিক মূল্যবোধও প্রবল। আর এখন তিনি শুধুমাত্র অভিনেত্রী নন সেইসাথে সুপার কুল মমও (Super Mom)। তবে মা হওয়ার পাশাপাশি টলিউডের ব্যস্ততম অভিনেত্রী  কোয়েল।

Koel Mallick

তাই মায়ের দায়িত্ব সামলেও নিজের পেশাতেও দারুণভাবে ব্যালেন্স করে চলেন নায়িকা। যা আজকের দিনে যে কোনো কর্মরত মহিলাকেই রীতিমতো অনুপ্রেরণা জোগায়। এমনিতে বরাবরই নিজের ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই ভালোবাসেন কোয়েল।  দীর্ঘদিনের ক্যারিয়ারেও আজ পর্যন্ত কখনও কোন বিতর্কে নাম জড়াইনি অভিনেত্রীর।

সম্প্রতি ভাইরাল হয়েছে টলিউড অভিনেতা বনি সেনগুপ্তের সাথে কোয়েল মল্লিকের একান্ত আড্ডার একটি ভিডিও। সেখানেই ফাঁস হয়েছে অভিনেত্রীর ছোটবেলার এক অজানা কথা। হাটে  হাড়ি ভেঙে সম্প্রতি বনি জানিয়েছেন ছোটবেলায় কোয়েলকে নাকি প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তারই এক গৃহ শিক্ষক। একথা শুনে রীতিমতো আকাশ থেকে পড়েন অভিনেত্রী।

Koel Mallick with Mother

হাসতে হাসতেই নায়িকা বলে ওঠেন ‘তোমার সোর্স এই খবরও জানে’? এর পরেই পুরোনো স্মৃতি হাতড়ে কোয়েল বলেন তখন তিনি সম্ভবত ক্লাস সেভেনে পড়তেন সেসময় তাঁকে বাড়িতেই সায়েন্স পড়াতে আসতেন সদ্য কলেজ শেষ করা এক গৃহশিক্ষক।  যিনি তখন চাকরি খোঁজার পাশাপাশিই টিউশন পড়াতেন। এমনই একদিন পড়াতে এসে তিনি কোয়েলকে সটান প্রেমের প্রস্তাব দিয়ে সেই তিনটি ম্যাজিক্যাল শব্দ বলেছিলেন। অত অল্প বয়সে সেসব কথা শুনে অভিনেত্রীর মুখটাই নাকি ‘সাদা’ হয়ে গিয়েছিল।

এরপর শিক্ষক বাড়ি থেকে চলে গেলে মায়ের সাথে সব বলে দিয়েছিলেন কোয়েল। সেই থেকে ওই শিক্ষকের তাদের বাড়ি আসাই বন্ধ হয়ে গিয়েছিল চিরকালের জন্য। তবে প্রেমের কথা অভিনেত্রী বাবা রঞ্জিত মল্লিকের সাথে বলতেন না। কিন্তু কোয়েল জানিয়েছেন পরে তাঁর মা হয়তো চুপিচুপি গিয়ে বলে দিয়েছিলেন।একথা শুনে রসিকতা করে পাশ থেকেই বনি বলে ওঠে ‘‘হ্যাঁ শুনলেই চাবকে চামড়া তুলে নিত”!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥