বিনোদনসিরিয়াল

আর নয় পাগলী চরিত্র, ‘বালিঝড়ে’ দুর্দান্ত খলনায়িকা হয়ে হাজির ‘মিনি দিদি’

মাত্র একদিন হল টিভির পর্দায় সম্প্রচার শুরু হয়েছে লীনা গাঙ্গুলির (Leena Ganguly) লেখা নতুন সিরিয়াল (New Serial) ‘বালিঝড়’ (Balijhor)-এর। আর শুরুতেই দর্শকদের ট্রোলিংয়ের শিকার হলেন এই সিরিয়ালের কলাকুশলীরা। দর্শকদের বরাবরের অভিযোগ  লীনা গাঙ্গুলীর সিরিয়াল মানেই বেশিরভাগ ক্ষেত্রে খোলামেলা প্রমোট করা হয় পরকীয়ার মতো বিষয়কে। এই সিরিয়ালেও তার ব্যতিক্রম নয়।

ধারাবাহিকের প্রথম পর্বেই তার আভাস মিলেছে। প্রসঙ্গত সিরিয়ালের প্রোমোতে দেখা গিয়েছিল জনপ্রিয় টেলি অভিনেত্রী প্রীতি বিশ্বাসকে (Prity Biswas)একমাথা সিঁদুর পরে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে। সে সময় বক্তৃতা চলাকালীন ভরা মঞ্চে একমাথা সিঁদুর নিয়ে অভিনেত্রী ময়না মুখার্জির (Moyna Mukherjee) পাশেই তাকে দেখে তখন মনে করা হয়েছিল ধারাবাহিকের নায়িকা ঝোড়া (Jhora) অর্থাৎ অভিনেত্রী তৃণা সাহা দিদির চরিত্রের অভিনয় করবেন প্রীতি।

Dhulokona fame Mini didi comeback in a new serial

কিন্তু ধারাবাহিক শুরু হতেই দেখা যাচ্ছে তার মাথাভর্তি সিঁদুর উধাও বরং সিরিয়ালে সে হয়েছে ঝোড়ার বাবা সমুদ্র সেন অর্থাৎ অভিনেতা ভরত কলের (Bharat Kaul) পিএ। যদিও ধারাবাহিককে তাদের সম্পর্কটা যে শুধুমাত্র পিএ হওয়ার মধ্যে আটকে নেই তা প্রথম পর্বেই বোঝা গিয়েছে। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে রাজনৈতিক প্রেক্ষাপটের ওপরে তৈরি এই ত্রিকোণ প্রেমের কাহিনীতে নায়িকা স্রোতের বাবা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। যিনি তার জীবনের বেশিরভাগ সিদ্ধান্তই গুরুত্ব দেন তার পি এ কে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ধূলোকণা,Dhulokona,ময়না মুখোপাধ্যায়,Moyna Mukhopadhay,প্রীতি বিশ্বাস,Prity Biswas,বালিঝড়,Balijhor,ঝোড়া,Jhora,স্রোত,Srot,মহার্ঘ্য,Moharghyo,ভরত কল,Bharat Kaul,লীনা গাঙ্গুলি,Leena Ganguly

তবে মজার বিষয় হল এই পিএ চরিত্রের অভিনেত্রী প্রীতি বিশ্বাস ইতিপূর্বে ধুলোকণা (Dhulokona) সিরিয়ালে পাগলি মিনি দিদির চরিত্রে অভিনয় করেছিলেন।  সেখানে তার মায়ের চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী ময়না মুখার্জীকে। আর এই নতুন সিরিয়ালে এই ময়না মুখোপাধ্যায়ের স্বামীর সাথেই এক ধরনের অবৈধ সম্পর্ক দেখা যাচ্ছে পর্দার মিনি দিদির।

বাংলা সিরিয়াল,Bengali Serial,ধূলোকণা,Dhulokona,ময়না মুখোপাধ্যায়,Moyna Mukhopadhay,প্রীতি বিশ্বাস,Prity Biswas,বালিঝড়,Balijhor,ঝোড়া,Jhora,স্রোত,Srot,মহার্ঘ্য,Moharghyo,ভরত কল,Bharat Kaul,লীনা গাঙ্গুলি,Leena Ganguly

অর্থাৎ আগের সিরিয়ালের মা মেয়ের সম্পর্ক বদলে গিয়েছে সতীনের সম্পর্কে। এই বিষয়টি নিয়েই সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি। তাই নায়ক নায়িকা ঝোড়া, স্রোত, মহার্ঘ্য ছাড়াও এই সিরিয়ালে আরো একটি ত্রিকোণ প্রেমের সম্পর্ক যে আগামী দিনে বিশেষ গুরুত্ব পেতে চলেছে তা বলাই বাহুল্য।

Back to top button