• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দেখতে শুরু করলে চোখ সরানো দায়! ছিটকিনি লাগিয়ে দেখুন গা গরম করা ওয়েব সিরিজ, পয়সা উসুল হয়ে যাবে

সময়ের সাথে পাল্টেছে সাধারণ মানুষের বিনোদনের মাধ্যম। একসময় টেলিভিশনে সিনেমা দেখলেও আজকাল হাতের মোবাইলেই ঢুকে যেতে পারে আস্ত সিনেমা হল। বিশেষ করে ওটিটি প্লাটফর্মের (OTT Platform) দৌলতে হু হু করে জনপ্রিয়তা বাড়ছে ওয়েব সিরিজের (Web Series)। দেশি থেকে বিদেশী সব ধরণের কনটেন্টই দেখতে পাওয়া যায় এই অনলাইন প্লাটফর্মে। আর চাহিদা যে বাড়ছে তার প্রমাণ হল নিত্যনতুন ওটিটি এর শুরু হওয়া ও তাদের সাবস্ক্রাইবার বৃদ্ধি।

ওটিটি প্ল্যাটফর্মে হাতের মুঠোতেই থাকছে সব ধরণের বিনোদনের উপায়। কমেডি, রোম্যান্স থেকে শুরু করে হরর, ডিটেকটিভ কিংবা বোল্ড সবই আছে। তবে মূলত বোল্ড ওয়েব সিরিজের (Bold Web Series) জেরেই আকাশ ছুঁয়েছে অনলাইন প্লাটফর্মগুলি চাহিদা। এমন প্রচুর ওয়েব সিরিজ রয়েছে যা বোল্ড সিনেমা (Bold Movies) উপভোগকারীদের বেশ পছন্দের।

   

Primeshot Bold Web Series Najayaz Trailer Video

ULLU, KOOKU, MX player, Prime Shot এর মত একাধিক ওটিটি রয়েছে বোল্ড কন্টেন্টের জন্য। তবে সবচেয়ে বেশি খ্যাতি পেয়েছে উল্লু অ্যাপ। আর এই ULLU অ্যাপেই রিলিজ হয়েছে একটি নতুন ওয়েব সিরিজ যেটা সবথেকে বেশি চর্চায়। ইতিমধ্যেই ৬১ হাজারেরও বেশি ভিউ হয়ে গিয়েছে এই গা গরম করা সিরিজে। ১ মাস আগে রিলিজ হলেও আজও জনপ্রিয়তা রয়েছে একই রকম। চলুন দেখে নেওয়া যাক ওয়েব সিরিজের নাম।

এই ওয়েব সিরিজে দেখা যাবে এক যুবক তার সুন্দরী স্ত্রীকে রেখে বাইরে কাজের জন্য চলে যাবে। কিন্তু কাজে যাওয়ার পর তাঁর স্ত্রী শরীরের খিদে মেটানোর জন্য অন্য একটি পুরুষের সাথে ঘনিষ্ট হয়ে পড়বে। এখানেই শেষ হয় যার সাথে বিয়ে হয়েছে তাঁর বাবা অর্থাৎ শশুর মশাই পর্যন্ত মেয়েটি সুযোগ নেবে। গোটা সিরিজে একাধিক শয্যাদৃশ্য রয়েছে যা গা গরম করে দেওয়ার জন্য যথেষ্ট। নিচে একটা ছোট্ট ট্রেলার দেওয়া হল।

ট্রেলারটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে প্রাইমশট অ্যাপের সাবস্ক্রিপশন নিয়ে এই ওয়েব সিরিজটি দেখে ফেলতেই পারেন। ওয়েব সিরিজটি নাম হল ‘নাজায়েজ’। তবে একবার সাবস্ক্রিপশন নিলে এই একটি নয় এমন আরও কয়েকশো ওয়েব সিরিজ দেখতে পাবেন।