রাজ্যে সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। চলতি মাসের ২৩ তারিখ এক সংবাদিক বৈঠক চলাকালীন ২০১৭ সালের স্থগিত থাকা প্রাইমারি টেট পরীক্ষার (Primary TET Examination) দিন ঘোষণা করার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। এবার মুখ্যমন্ত্রীর কথা মত বছরের শেষ দিনে প্রাইমারি টেট পরীক্ষার বিজ্ঞাপন জারি করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদ।
যেমন বিজ্ঞাপন থেকে জানা যাচ্ছে, নতুন বছরের ২১ শে জানুয়ারী পরীক্ষা হবে। দুপুর ১টা থেকে ৩.৩০ প্রজেন্টেই পরীক্ষা চলবে। অফ লাইন পদ্ধতিতেই নেওয়া হবে পরীক্ষা। যেসমস্ত চাকুরী প্রার্থীরা ১২ই মে ২০১৭ এর বিজ্ঞাপনে ফর্ম ফিলাপ করেছিলেন তারা পরীক্ষায় বসবেন।
মোট ১৬ হাজার ৫০০ শূন্যপদের জন্য নেওয়া হচ্ছে এই প্রাথমিক টেট পরীক্ষা। যার জন্য দাঁড়ায় লক্ষেরও বেশি পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবেন। মোট ১৫০ নম্বরের পরীক্ষা হবে। করোনা পরিস্থিতির মধ্যে অফ লাইন পদ্ধতিতেই নেওয়া হবে পরীক্ষা। তাই পরীক্ষার্থীদের সুরক্ষার দিকে যথেষ্ট নজর দেওয়া হবে। সাথে সমস্ত ধরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেই জানা যাচ্ছে শিক্ষা সংসদের তরফ থেকে। পরীক্ষার জন্য এডমিট কার্ড খুব শীঘ্রই দেওয়া চাল হবে বলে জানা যাচ্ছে বিজ্ঞপ্তিটি থেকে।
প্রসঙ্গত, যারা এরমধ্যে প্রাইমারি টেট পরীক্ষায় পাশ করে গিয়েছেন, তাদেরও ইন্টারভিউ শুরু হচ্ছে। আগামী ১০ থেকে ১৭ইজানুয়ারি হবে এই ইন্টারভিউ। অন্যদিকে এই নিয়ে যোগ্যতা বদলের পরেই নিয়ে তৃতীয় বার হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা।