আজ থেকে ৬ বছর আগে স্টার জলসার একটি সিরিয়ালের বিষয় দেখে চমকে উঠেছিল বাঙালি। আর সবচেয়ে অবাক করেছিল ধারাবাহিকের নায়িকা চরিত্র। কথা হচ্ছে একসময়ের স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘মেম বউ’ নিয়ে। ধারাবাহিকে তার নীল চোখ, সোনালী চুল দেখে সত্যি সত্যিই তাকে বিদেশিনীই মনে করেছিলেন দর্শকেরা৷ কিন্তু পরে এটাও জেনে তারা অবাক হয়েছিল যে ‘মেম বউ’ এর অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায় শুধু ভারতীয়ই নয়, বাঙালিও।
ধারাবাহিক শেষের পর বেশ কিছুদিন আর লাইম লাইটে দেখা যায়নি বিনীতাকে৷ এতদিন পর্যন্ত প্রচার বিমুখ থেকে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করে দিলেন ‘মেম বউ’। বাঙালি ভারতীয় মহিলা হিসেবে প্রথমবার মেটাভার্সে নিজের মিউজিক ভিডিয়ো লঞ্চ করলেন অভিনেত্রী বিনীতা চট্টোপাধ্যায়। ‘লভ ইউ মম’ নামে ইংরেজি গানটি মেটাভার্সে লঞ্চ করা প্রথম গান বিনীতার। এই গানের সুর এবং কথা উভয়ই বিনীতার নিজের তৈরি করা৷
বিনীতার অভিনয় কতটা মানুষের মনে আছে জানা নেই, তবে বাঙালি মহিলা ব়্যাপার হিসাবেও প্রথম তার গাওয়া ‘আপনা টাইম আগয়্যা’ সারা বিশ্বে জনপ্রিয়তা পেয়েছিল। এই বার নিজের গানই আন্তর্জাতিক মাধ্যমে লঞ্চ করছেন তিনি। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষেই এই গান তিনি তার মাকে উৎসর্গ করে গেয়েছেন। বিনীতার মা মিনিস্ট্রি অফ ডিফেন্সে প্রায় গত ৪০ বছর ধরে দেশের সেবায় নিযুক্ত ছিলেন।
কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের মেয়ে বিনীতা৷ তাই কেবল ধারাবাহিক নয় বাস্তবেও একজন মেম সাহেব বিনীতা। একসময়কার জনপ্রিয় গান আপনা টাইম আয়েগা এখনো পর্যন্ত হিট। স্পটিফাই, আইটিউনস, অ্যাপল মিউজিক এবং অ্যামাজন মিউজিকের মতন অ্যাপ গুলিতে তার গান ভাইরাল হয়েছিল।