• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আন্ডারওয়ার্ল্ডের বিরুদ্ধে মুখ খোলাটাই ছিল ভুল! বলিউডের কেরিয়ার তছনছ নিয়ে যায় প্রীতি জিন্টার

বলিউডের বিখ্যাত অভিনেত্রী প্রীতি জিন্টা (Preity Zinta)। রুপোলি পর্দা থেকে আইপিএলে (IPL) ‘কিংস ইলেভেন পাঞ্জাব’ দলের মালকিন, বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ভূমিকায় দেখা গেছে অভিনেত্রীকে। ইন্ডাস্ট্রির প্রথমসারির নায়িকাদের মধ্যেই অন্যতম ছিলেন তিনি। তবে বর্তমানে বলিউডে তো দূর অভিনয়ের জগতেও তাকে দেখতে পাওয়া যায় না। জানলে অবাক হবেন প্রীতি জিন্টার হারিয়ে যাওয়ার পিছনে রয়েছে আন্ডারওয়াল্ডের যোগ।

আসলে বরাবরই স্পষ্ট কথা রাখ ঢাক না রেখে বলতেই পছন্দ করেন অভিনেত্রী। তাই ইন্ডাস্ট্রির সাহসী অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন তিনি। তবে বর্তমানে অভিনয়ের থেকে অনেকটাই দূরে লস আঞ্জেলাসে স্বামী জিনি গুডএনাফের সাথে থাকেন অভিনেত্রী। গতবছরই মা হয়েছেন তিনি। আইভিএফ পদ্ধতির সাহায্য  নিয়ে যমজ সন্তানের মা হয়েছেন তিনি। যাদের একজনের নাম জয় ও অন্য জনের নাম জিয়া।

   

Preity Zinta Shares photo with daughter Jiya

অভিনেত্রী  একসময়  আন্ডারওয়ার্ল্ড নিয়ে মুখ খুলেছিলেন। সময়টা ২০০১ সাল, সেই সময়  ‘চোরি চোরি চুপকে চুপকে’  ছবির শুটিং চলছিল। বলিউডের সুপারহিট এই ছবিটি শুটিংয়ের  সাথে যোগ ছিল আন্ডারওয়ার্ল্ডের। ছবির প্রযোজক তথা হীরের ব্যবসায়ী ভরত শাহ, প্রচুর টাকা ঢেলেছিলেন ছবি তৈরির জন্য। কিন্তু তাঁর বিরুদ্ধে কেউ কোনো মন্তব্য করেননি। কারণ, মুখ খুললেই খুন হয়ে যেতে পারেন এমনটা হুমকি মিলেছিল।

প্রীতি জিন্টা,Preity Zinta,বলিউড গসিপ,Bollywood News,Bollywood Gossip,Preity Zinta opened up about Underworld,Chori Chori Chupke Chupke

তবে সে সবের কোনো ভয় না করেই এগিয়ে গিয়েছিলেন প্রীতি জিন্টা। মুম্বাই পুলিশের কাছে গিয়ে প্রীতি সমস্ত বিষয়  জানান ও ভরত শাহকে গ্রেফতার করতে সহায়তায় করেছিলেন। নিজের এই অসাধারণ সাহসিকতা পূর্ণ  কাজের জন্য অনেক প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী। এমনকি প্রীতি জিন্টাকে ‘গডফ্রে ফিলিপস ব্রেভারি অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছিল তাঁর এই সাহসিকতার কাজের জন্য।

প্রীতি জিন্টা,Preity Zinta,বলিউড গসিপ,Bollywood News,Bollywood Gossip,Preity Zinta opened up about Underworld,Chori Chori Chupke Chupke

এসবের পর ‘চোরি চোরি চুপকে চুপকে’ ছবিটি রিলিজ হয়। ছবিতে তাকে ছাড়াও সালমান খান, রানী মুখার্জী, অমরীশ পুরি এর মত একাধিক জনপ্রিয় তারকাদেরকেও দেখা গিয়েছিল। প্রসঙ্গত, বর্তমানে স্বামীও সন্তানদেরনিয়েই বেশ সুখী রয়েছেন প্রীতি জিন্টা। তবে শুধু নিজের সন্তান নয়, নিজের দুই সন্তান ছাড়াও মোট ৩৪টি বাচ্চার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব নিয়েছেন তিনি।