বলিউডের পাওয়ার কাপল তথা নবাব দম্পতি সাইফ কারিনা ঘরে আসতে চলেছে নতুন অতিথি। গতবছর অগাস্ট মাসেই খুশির খবর জানিয়েছিলেন সাইফ কারিনা। এই নিয়ে দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর (Kareena Kapoor)। অন্যদিকে চতুর্থ বার সন্তানের বাবা হতে চলেছেন পাতৌদি নবাবপুত্র সাইফ আলী খান (Saif Ali Khan)।

ইতিমধ্যেই নবাব দম্পতি জানিয়ে দিয়েছেন, ফ্রেবুয়ারী মাসেই আসতে চলেছে সুখবর। অর্থাৎ কারিনা কাপুর তার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন চলতি মাসেই। সইফ আরও জানান, দ্বিতীয় সন্তানের জন্য একেবারে প্রস্তুত সইফ করিনা। ইতিমধ্যেই দ্বিতীয় সন্তান আসার আগেই নিজেদের পুরোনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে এসে হাজির হয়েছেন সেলেব দম্পতি। সন্তানের জন্মের পর এখানেই থাকবেন সাইফ কারিনা।

বর্তমানে মা হবার জন্য দিন গুনছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। এরই মধ্যে কাপুর পরিবারে দুঃখের খবর পাওয়া গিয়েছে। সম্প্রতি ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই রাজীব কাপুর মারা গিয়েছেন। নীতু কাপুর সেই খবর নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। বলতে গেলে পরিবারে নতুন সদস্য আসার আগেই পরিবারের এক সদস্য চলে গেলেন চিরতরে।

এবার এরই মাঝে পরিবারের নতুন অতিথিকে নিয়ে বড়সড় মন্তব্য করলেন রণধীর কাপুর। এর আগে সাইফ আলী খান বলেছিলেন ফেব্রুয়ারি মাসেই ডেলিভারি হতে পারে কারিনা কাপুরের। এবার রণধীর ডেলিভারির ডেট প্রকাশ্যে আনলেন। রণধীর বলেন কারিনার ডেলিভারির জন্য ডাক্তার ১৫ই ফেব্রুয়ারির ডেট দিয়েছেন। অর্থাৎ খুব সম্ভবত আগামী ১৫ই ফেব্রুয়ারিতেই দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর।














