• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মা হতে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা! অন্তঃসত্ত্বা কালেও ফেটে পড়ছে করিনার জেল্লা, ভাইরাল ছবি

Published on:

Kareena Kapoor

বলিউডের পাওয়ার কাপল তথা নবাব দম্পতি সাইফ কারিনা ঘরে আসতে চলেছে নতুন অতিথি। এই নিয়ে দ্বিতীয়বার মা হতে চলেছেন কারিনা কাপুর (Kareena Kapoor)। অন্যদিকে চতুর্থ বার সন্তানের বাবা হতে চলেছেন পাতৌদি নবাবপুত্র সাইফ আলী খান (Saif Ali Khan)।

Kareena Kapoor Khan Babybump

ইতিমধ্যেই নবাব দম্পতি জানিয়ে দিয়েছেন, ফ্রেবুয়ারী মাসেই আস্তে চলেছে সুখবর। অর্থাৎ কারিনা কাপুর তার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন চলতি মাসেই। সইফ আরও জানান, দ্বিতীয় সন্তানের জন্য একেবারে প্রস্তুত সইফ করিনা। ইতিমধ্যেই দ্বিতীয় সন্তান আসার আগেই নিজেদের পুরোনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে এসে হাজির হয়েছেন সেলেব দম্পতি। সন্তানের জন্মের পর এখানেই থাকবেন সাইফ কারিনা।

সাইফ আলী খান Saif Ali Khan Kareena Kapoor কারিনা কাপুর

সম্প্রতি ফের পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে অন্তঃসত্ত্বা করিনার ছবি। অন্তঃসত্ত্বা কালেও অভিনেত্রীর জেল্লা বা গ্ল্যামার কোনোটাই কমেনি বরং আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। এবার তাকে দেখা গেল, কলমকারী প্রিন্টের লঙ কাফতান গাউনে, চোখে এঁটেছেন রোদচশমা।

সাইফ আলী খান Saif Ali Khan Kareena Kapoor কারিনা কাপুর BABY BUMP

এখন অপেক্ষা শুধু সন্তানের জন্ম নেবার। নিজের ও আসন্ন সন্তানের বেশ যত্ন নিচ্ছেন কারিনা। সাথে নতুন খেলার সাথীর জন্য মা বাবার মত অধীর আগ্রহে রয়েছে ছোট্ট তৈমুর।

সাইফ আলী খান Saif Ali Khan Kareena Kapoor কারিনা কাপুর BABY BUMP

সম্প্রতি হিমাচল প্রদেশ থেকে ছুটিয়ে কাটিয়ে মুম্বই ফেরেন করিনা কাপুর খান। ছুটিতে গিয়ে ছেলে তৈমুরের সঙ্গে বেশ খানিকটা সময় উপভোগ করতে দেখা যায় করিনাকে। অন্তঃসত্তা কালেও শ্যুটিং করেছেন অভিনেত্রী।

সাইফ আলী খান Saif Ali Khan Kareena Kapoor কারিনা কাপুর Taimur

খুব শীঘ্রই আমিরের সাথে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে দেখা যাবে করিনাকে। এই ছবির শ্যুটিং করতেই দিল্লি গেছিলেন করিনা। সেখানেও করিনাকে বেবিবাম্প সহ ছবি শেয়ার করতে দেখা যায়

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥