• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিগগিরই শুনবেন ‘মা’ ডাক! বেবিবাম্প নিয়েই তুমুল নাচলেন অনিতা হাসানন্দনি

Published on:

Anita Hassanandini অনিতা হাসানন্দনি

Viral video: টলি-বলিপাড়ায় এখন খুশির আবহ! লাগাতার গুডনিউজ দিয়ে চলেছেন তারকারা। প্রথমে শুভশ্রী, তারপর পুজা ব্যানার্জি, গতকালকেই মা হয়েছে অনুষ্কা শর্মা। আর এই আবহেই খুব শিগগিরই মা ডাক শুনতে চলেছেন অনিতা হাসানন্দনি। ৩৯ বছর বয়সে মা হতে চলেছেন অনিতা।

Anita Hassanandini অনিতা হাসানন্দনি

লকডাউন কালে নিজেই সুখবর জানিয়েছিলেন নাচ বালিয়ে সিজন ৯ এর প্রতিযোগী অনিতা। এবার টেলিভিশনের এই জনপ্রিয় অভিনেত্রীই কিছু দিনের মধ্যেই শুনবেন মা ডাক। ছোটপর্দায় অনিতা মানেই সিরিয়াল টিআরপির শীর্ষে। নিজের মা হওয়ার খবরও বেশ নয়া পদ্ধতিতে সামনে এনেছিলেন অনিতা-রোহিত। একটি মজার ভিডিওর মাধ্যমে ফ্যানেদের সুখবর দিয়েছিলেন এই সেলেব দম্পতি।

 

তারপর থেকে মাঝে মাঝেই বেবিবাম্প সহ বিভিন্ন পোজে নিজের ছবি পোস্ট করেন অনিতা। তাকে নিয়ে তার ভক্তদের মধ্যেও উচ্ছ্বাসের শেষ নেই। সম্প্রতি ভক্তদের খুশি করতে বেবিবাম্প নিয়েই তুমুল নেচেছেন অনিতা। শাকিরার গানে স্পোর্টস ব্রা পরে উন্মুক্ত বেবিবাম্প নিয়ে নেচে নেটজনতাকে অবাক করে দিয়েছেন অভিনেত্রী। যদিও অনেকেই অন্ত্বঃসত্তা অবস্থায় তার এই নাচকে ভালো চোখে দেখেননি, এতে বাচ্চাটার ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥