• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঠিকরে বেরোচ্ছে প্রেগন্যান্সি গ্লো! গোলাপি গাউনে মধুবনীর বেবিবাম্পের ছবি তুমুল ভাইরাল

Published on:

একসময়ে বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ভালোবাসা ডট কমের দুই প্রধান চরিত্র ওম এবং তোরা রিল লাইফকেই বানিয়েছিলেন রিয়েল লাইফ। সিরিয়ালের সেট থেকেই প্রেম শুরু হওয়ার পর বাস্তবেও গাঁটছড়া বাঁধেন মধুবনী ও রাজা। দীর্ঘদিন থেকেই জমিয়ে সংসার করছেন তারা। রাজা স্টার জলসার নতুন ধারাবাহিক ‘খড়কুটো’তে অভিনয় করলেও, টেলি জগত থেকে বেশ খানিকটা দূরেই রয়েছেন মধুবনী।

এবার তাদের ঘরে খুশির হাওয়া। মা হতে চলেছেন অভিনেত্রী মধুবনী গোস্বামী। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিজেই সেকথা জানিয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়, গোলাপি গাউনে, বারগেন্ডি রঙা ছবি শেয়ার করেছেন মধুবনী। যেখানে স্পষ্ট তার বেবিবাম্প। আর ছবি দেওয়ার সাথে সাথেই তা নিমেষে ভাইরাল হয়ে যায় নেট পাড়ায়। এই দ্বিতীয়বারই বেবিবাম্প সহ দেখা গেল তাকে।

প্রথমবার মধুবনীর বেবিবাম্পের সামনে বসে পোজ দিয়েছিলেন রাজাও। ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ” জীবনের এক নতুন অধ্যায় আরম্ভ হতে চলেছে। আশীর্বাদ করবেন সকলে। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন”।

এর আগে কয়েকদিন আকার ইঙ্গিতেই মধুবনী বোঝাচ্ছিলেন তার মা হওয়ার কথা। এই যেমন, কিছু দিন আগে ছোট্ট গনেশকে কোলে নিয়ে পার্বতীর একটি ছবি শেয়ার করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন ‘দেখা হবে শুভক্ষণে’, সাথে একটি বাচ্চার ইমোজিও দেন তিনি। তারপর ছোট্ট গোপালের ছবি পোস্ট করে মধুবনী লেখেন, রাধারানিকে আমার কাছে পাঠাও, আর নয় তুমি এসো…যা খুশি । ভালোবাসি ।’ সেখানেও বাচ্চার ইমোজি ব্যাবহার করেন তিনি। তার ক্যাপশন থেকে সহজেই আঁচ করে নেওয়া যাচ্ছিল যে তিনি ছেলে বা মেয়েরূপে চান কৃষ্ণ বা রাধারানীকেই।

শুধু তাই নয় নিজের ইন্সটা হ্যান্ডেলে স্বামী রাজার সাথে ছবি দিয়ে তিনি লেখেন ‘‘প্রেমে পড়তে চলেছি…আবার…আরও একবার…সারা জীবনের মতো… তবে এ বার আর রাজার সঙ্গে নয় । রাজাও প্রেমে পড়তে চলেছেন…তবে হ্যাঁ, এ বার আর আমার সঙ্গে নয় ।’’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥