‘মহানায়িকা’ সুচিত্রা সেনের (Suchitra Sen) দুই নাতনি রাইমা এবং রিয়া সেন (Riya Sen) বিনোদন দুনিয়ার পরিচিত মুখ। দিদিমার মতো সাফল্য না পেলেও, সিনেপ্রেমী মানুষদের কাছে তাঁদের ভালো রকমের জনপ্রিয়তা রয়েছে। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির গর্ব, অহংকার হলেন সুচিত্রা। আজও তাঁর নাম উঠলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে যায় বঙ্গবাসীর। সুচিত্রার দেখানো পথে হেঁটেই বিনোদন দুনিয়ায় পা রেখেছেন তাঁর কন্যা এবং নাতনিরা।
যদিও সাফল্য এবং জনপ্রিয়তার নিরিখে ‘মহানায়িকা’কে ছাপিয়ে যেতে পারেনি কেউ। অভিনেত্রীর মেয়ে মুনমুন সেন নিজের সময়ের নামী নায়িকা ছিলেন। তবে বিয়ের পর অভিনয় দুনিয়া থেকে বিদায় নেন তিনি। ত্রিপুরার রাজ পরিবারে বিয়ে হয়েছিল তাঁর। বিয়ের পর মুনমুনের কোল আলো করে আসে দুই কন্যা রিয়া এবং রাইমা। মা-দিদিমার দেখানো পথে হেঁটে দু’জনেই পা রাখেন বিনোদন ইন্ডাস্ট্রিতে।
রাইমা টলিউডের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন হয়ে উঠলেও, রিয়া তেমন সাফল্য পাননি। বরং বারবার বিতর্কে (Controversy) জড়িয়েছে তাঁর নাম। ফাল্গুনী পাঠকের সুপারহিট অ্যালবাম ‘চুরি জো খনকি হাত মে’র মাধ্যমে অভিনয় জগতে পথচলা শুরু হয় রিয়ার। এই অ্যালবামের পর রাতারাতি তারকা হয়ে যান তিনি। ১৯৯১ সালে রিলিজ করে মুনমুন কন্যার প্রথম ছবি ‘বিষ কন্যা’। এরপর ‘ঝংকার’, ‘স্টাইল’, ‘রাগিণী এমএমএস রিটার্নস’ সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি।
রিয়া যখন আস্তে আস্তে বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করছেন, সেই সময়ই একাধিক বিতর্কে নাম জড়াতে থাকে তাঁর। অভিনেতা অক্ষয় খান্নার সঙ্গে নাম জড়িয়েছিল ‘মহানায়িকা’র নাতনির। যদিও সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। এরপর অভিনেতা জন আব্রাহামের সঙ্গে রিয়ার প্রেমের গুঞ্জন শোনা যেতে থাকে।
জনের পর ‘গদর’ অভিনেত্রী আমিশা পটেলের ভাই অস্মিত পটেলের সঙ্গে রিয়ার প্রেমের খবর শোনা যায়। সেই সময় দু’জনের একটি এমএমএস ফাঁস হয়ে গিয়েছিল। ৯০ সেকেন্ডের সেই ভিডিও রিতিমতি ঝড় তুলে দিয়েছিল। এই ঘটনার প্রভাব পড়েছিল অভিনেত্রীর কেরিয়ারেও। যদিও রিয়া এই ভিডিওটিকে ‘ফেক’ বলেই দাবি করেছিলেন।
এই ঘটনার পর ক্রিকেটার যুবরাজ সিং এবং শ্রীসন্থের সঙ্গে নাম জড়ায় রিয়ার। শুধু তাই নয়, ৭৫ বছর বয়সী সলমন রুশদির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একসময় কম জলঘোলা হয়নি। এরপর ২০১৬ সালে আচমকাই শোনা যায়, রিয়া নাকি গর্ভবতী হয়ে পড়েছেন। বিয়ের আগেই প্রেগন্যান্ট হওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। যদিও এই খবরকেও ‘ভুয়ো’ বলেই উড়িয়ে দিয়েছিলেন অভিনেত্রী। পরবর্তীকালে শিবন তিওয়ারিকে বিয়ে করে লাইমলাইট থেকে দূরে সরে যান মহানায়িকার নাতনি। পর্দা থেকে দূরে এখন শুধুমাত্র সামাজিক মাধ্যমেই দেখা মেলে তাঁর।