বিনোদনসিরিয়াল

লক্ষ্মী ফিরল জি বাংলায়! ৩ বছর পর কামব্যাক করছেন প্রত্যুষা

বহুবছর ছিলেন অভিনয়ের থেকে দূরে, এবার পর্দায় ফিরছেন প্রত্যুষা পাল

টেলিভিশনের পর্দায় এখন নিত্য নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। একটা সিরিয়াল শেষ হতে না হতেই শুরু হয়ে যাচ্ছে আরও এক নতুন সিরিয়াল। এটাই এখনকার বাংলা সিরিয়ালের নতুন ট্রেন্ড (New Trend)। আর এই বিষয়টা সবাই যে সহজে নিচ্ছেন তা নয়। অনেকেই বিষয়টা খুব একটা সহজভাবে মেনে নিতে পারছেন না।

তবে একথা কিন্তু ঠিক কম টি আর পি-র কারণে অল্পদিনেই যেমন সিরিয়াল শেষ হচ্ছে। তেমনই তার পরিবর্তে নতুন সিরিয়াল আসায় সেই সব সিরিয়ালের হাত ধরেই টিভির পর্দায় ফিরছে একাধিক পুরনো অভিনেতা অভিনেত্রীরা। বাংলা সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের এমনই একজন অভিনেত্রী হলেন প্রত্যুষা পাল (Pratyusha Pal)।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,প্রত্যুষা পাল,Pratyusha Pal

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘এসো মা লক্ষ্মী’র হাত ধরেই প্রথম অভিনয়ে হাতেখড়ি হয়েছিল প্রত্যুষার।  সেসময় খুব অল্প বয়সেই মা লক্ষ্মীর ভূমিকায় তাঁর অভিনয় দারুন প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। এছাড়াও প্রত্যুষাকে দেখা গিয়েছিল ‘তবু মনে রেখো’এবং ‘গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে’-এর মতো সুপারহিট সব  সিরিয়ালে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,প্রত্যুষা পাল,Pratyusha Pal

এই ভাবে একের পর এক হিট সিরিয়ালে প্রত্যুষার  অভিনয় দক্ষতা, থেকে শুরু করে দুর্দান্ত এক্সপ্রেশন দেখে মুগ্ধ দর্শকদের একটা বড় অংশ। কিন্তু মাঝখান দিয়ে কেটে গিয়েছে দীর্ঘ প্রায় ৩ বছর। এই কয়েক বছরে টিভির পর্দায় দেখা মেলেনি অভিনেত্রীর।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,নতুন সিরিয়াল,New Serial,প্রত্যুষা পাল,Pratyusha Pal

তবে এবার দর্শকদের বহুদিনের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এত বছর বাদে আবার জি বাংলার পর্দায় ফিরতে চলেছেন জি বাংলার লক্ষ্মী ঠাকুর। জানা খুব তাড়াতাড়ি জি বাংলায় এক নতুন সিরিয়ালে নায়িকা হয়েই ফিরছেন প্রত্যুষা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক অনুরাগী প্রত্যুষার ছবি দিয়ে ‘বিগ ব্রেকিং’ আপডেট দিয়ে জানিয়েছেন খুব তাড়াতাড়ি  জি বাংলায় নতুন সিরিয়ালে ফিরছেন প্রত্যুষা। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি এই খবরে কোনো  সিলমোহর পড়েনি। তবে প্রিয় অভিনেত্রী প্রত্যুষার ফেরার খবর পেতেই বেজায়  খুশি হয়েছেন তাঁর ভক্তরাও।

Back to top button