বাংলা টেলিভিশন জগতের জনপ্রিয় সিরিয়াল ছিল স্টার জলসার ‘মোহর’ (Mohor)। জনপ্রিয় লেখিকা লীনা গাঙ্গুলীর লেখা এই সিরিয়ালের হাত দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে জুটি শঙ্খ-মোহর। এই সিরিয়াল শেষ হয়েছে অনেকদিন আগেই। প্রসঙ্গত মোহর সিরিয়াল শেষ হয়ে যাওয়ায় প্রতীক সোনামণি জুটি ভেঙে গেলেও দর্শকমহলে কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে এই জুটির জনপ্রিয়তা।
এরই মধ্যে আবার নুতুন করে পর্দায় ফিরেছনে শঙ্খ-মোহর। তবে একসাথে জুটি বেঁধে নয়। নতুনরূপে অন্য সিরিয়ালে। অভিনেতা প্রতীক সেন (Pratik Sen) ফিরেছেন সাহেবের চিঠি সিরিয়ালের হাত ধরে। এই সিরিয়ালে তিনি নতুন করে জুটি বেঁধেছেন ‘সাঁঝের বাতি’ সিরিয়ালের চারু অভিনেত্রী দেবচন্দ্রিমা সাহার সাথে। অল্প দিনের দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়াল।
অন্যদিকে মোহর অভিনেত্রী সোনামণি সাহা (Sonamoni Saha)-ও ফিরেছেন অন্য একটি সিরিয়ালে। তার নতুন সিরিয়ালের নাম ‘এক্কাদোকা’। এই সিরিয়ালে অভিনেত্রী জুটি বেধেছেন স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল শ্রীময়ীর ছেলে ডিঙ্কা চরিত্রের অভিনেতা সপ্তর্ষি মল্লিকের সাথে। আর সিরিয়ালে সপ্তর্ষি আর সোনামণি হলেন মেডিকেল কলেজের ছাত্র। তাদের দুজনের মধ্যে বনিবনা হয়না একেবারেই। সারাক্ষণ ঝগড়াঝাঁটি লেগেই থাকে তাদের। এই নিয়েই আপাতত এগোচ্ছে সিরিয়ালের গল্প। অল্প দিনের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছেন সোনামনির এই সিরিয়ালটিও।
তবে দর্শকদের প্রিয় জুটি শঙ্খ মোহর পর্দায় ফিরলেও তাদের একসাথে দেখতে পারছেন না দর্শক। তাই বারবার তারা এই দুটির কাছে আবেদন জানাচ্ছেন যাতে তাদেরকে আবারো পর্দায় একসাথে দেখতে পান। আসলে দর্শকদের কাছে ভীষণ জনপ্রিয় এই জুটি। এরই মধ্যে শোনা যাচ্ছে দর্শকদের মনের ইচ্ছা পূরণ করেই এবার ছোট পর্দা নয় বড় পর্দাতেই জুটি বাঁধতে চলেছেন পর্দার শঙ্খ -মোহর। প্রসঙ্গত প্রযোজক রানা সরকারের সাথে সোনামণি এবং প্রতিক সেনের ঘনিষ্ঠতার কথা অজানা নয় কারওরই।
জানা যাচ্ছে এই প্রযোজকের সাথেই বড় পর্দায় নতুন সিনেমায় জুটি বাঁধতে চলেছেন সোনামনি আর প্রতীক সেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রানা সরকারের একটি পোস্ট ঘিরে জোরদার হয়েছে এই জল্পনা। আসলে এদিন রানা সরকার প্রতীক সোনামণির একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন ‘কেমন হবে যদি প্রতিক আর সোনামণিকে একসাথে একটা সিনেমায় দেখা যায়। খুব শিগগিরই’। রানা সরকারের এই পোস্ট নিয়েই তৈরি হয়েছে জলপনা। যদি জল্পনা সত্যিই হয় তাহলে এটাই হবে সোনামনির প্রথম সিনেমা। অন্যদিকে এর আগে প্রতীক সেন ঋতুপর্ণা সেনগুপ্তের সাথে দুটি সিনেমাতে কাজ করে ফেলেছেন।