• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘হয়তো এখনও যোগ্যতা অর্জন করিনি’! এত জনপ্রিয়তা সত্ত্বেও কীসের আফসোস প্রতীক সেনের?  

ছোট পর্দার সুপারস্টার প্রতীক সেন (Pratik Sen)। সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে তাঁকে নিয়ে পাগলামির অন্ত নেই। টিভি সিরিয়ালের নায়ক হয়েও তাঁর যা ফ্যান ফলোয়িং রয়েছে তা বড় পর্দার হিরোদের কাছে রীতিমতো ঈর্ষনীয়। দেখতে দেখতে ইন্ডাস্ট্রিতে পার করে ফেলেছেন বেশ কয়েকবছর। দীর্ঘদিনের অভিনয় জীবনে তাঁর  ঝুলিতে রয়েছে একাধিক হিট সিরিয়াল। সাহেবের চিঠি শেষ হতেই সদ্য তিনি কামব্যাক করেছেন স্টার জলসার (Star Jalsha) ‘এক্কা দোক্কা’ (Ekka Dokka) সিরিয়ালে। যার ফলে দর্শক আবার ফিরে পেয়েছেন ‘মোহর’ (Mohor) সিরিয়ালের ‘সোনাতিক’ (Sonatik) ম্যাজিক।

কিন্তু এত সাফল্যের পরেও এক বিশেষ কারণে এবার সোশ্যাল মিডিয়ায় এসে ক্ষোভ উগরে দিলেন অভিনেতা। আসলে এতদিনের অভিনয় জীবনে এই বিপুল জনপ্রিয়তা সত্ত্বেও আজ অবধি সোশ্যাল মিডিয়ায় প্রতীকের নামের পাশে জোড়েনি নীল টিক। যা আজকের ডিজিটাল মাধ্যমের দুনিয়ায় সেলিব্রেটিদের ফেক প্রোফাইলের হাত থেকে বাঁচাতে বিশেষভাবে স্বতন্ত্রতা বজায় রাখতে সাহায্য করে।

   

Pratik Sen in Khokababu Serial and Mohor Serial

কিন্তু ফেসবুকের এই বিশেষ ফিচার এখনও পর্যন্ত পাননি প্রতীক। এক বছর আগে এর কারণ জানতে চেয়ে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা লিখেছিলেন  ‘ঠিক কী করলে বা কোন পেশাগত যোগ্যতা থাকলে বা ঠিক কী পরিমাণ জনপ্রিয়তা থাকলে, ওই নীল রঙের একটি টিক আমার ফেসবুকের মাথায় যুক্ত হতে পারে,আমি নিশ্চিত যে, ওটি পাওয়ার যোগত্যা অর্জন করিনি। আপনারা এ বিষয়ে আমাকে বুঝতে সাহায্য করুন’।

সেইসাথে অভিনেতার আরও সংযোজন ‘অনেকেই আমার এই অ্যাকাউন্টটিকে নকল অ্যাকাউন্ট ভাবছেন। সেটাই সমস্যার। তাই সবাইকে একটু বিরক্ত করলাম। ক্ষমা করে দেবেন। ভালো থাকবেন। আর বিশ্বাস রাখবেন, নীল রং ছাড়াই এই অ্যাকাউন্টটি খাঁটি’। সেই পুরনো ফেসবুক মেমরি শেয়ার করে এদিনও অভিনেতা লিখেছেন ‘এক বছর পরে হলেও প্রশ্নটা একই রয়ে গেছে’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,টিভি অভিনেতা,Tv Actor,প্রতীক সেন,Pratik Sen,ক্ষোভ,Anger,সোশ্যাল মিডিয়া,Social Media,সোনাতিক,Soatik,এক্কাদোক্কা,Ekka Dokka,মোহর,Mohor,স্টার জলসা,Star Jalsha

প্রসঙ্গত ইন্ডাস্ট্রিতে এমন অনেক সেলিব্রেটিই আছেন যারা প্রতীকের থেকে কম দিন কাজ করেও এই নীল টিক পেয়ে গিয়েছেন কিন্তু এই বিশেষ ফিচার থেকে প্রতীক কেন বঞ্চিত তার উত্তর সত্যিই জানা নেই। যদিও ফ্যানদের কাছে কোনো নীল টিক ছাড়াই প্রতীক সুপারস্টার। একথা জানিয়েই একজন অনুরাগী লিখেছেন ‘নীল টিকের কোনো প্রয়োজন নেই। তুমি আমাদের মনের মণিকোঠায় আলোর মতো’।

site