• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মাউন্ট এভারেস্টের পাশে উঁইয়ের ঢিবি’, মহানায়কের সাথে প্রতীক সেনের তুলনা দেখে ধুয়ে দিল নেটপাড়া

বিনোদন জগতের সাথে বাঙালির সম্পর্ক বহুদিনের। অনেক তারকাই এল-গেল কিন্তু আজও স্বর্ণযুগের শিল্পীদের কদর অমলীন। সেরা অভিনেতার প্রসঙ্গ উঠলে নিঃসন্দেহে প্রতিটা বাঙালির মুখে একটাই নাম উত্তম কুমার (Uttam Kumar)। হ্যাঁ আজও নিজের অভিনয়ের দৌলতে দর্শক হৃদয়ে অমর অক্ষয় তিনি।

বর্তমানে তাঁর নামে অ্যাওয়ার্ড পর্যন্ত দেওয়া হয়। ইতিমধ্যেই একাধিক তারকারা মহানায়ক উপাধিও পেয়েছেন। তবে আসল মহানায়ক কিন্তু এখনও একজনই রয়ে গিয়েছেন। সম্প্রতি মহানায়কের সাথে তুলনা করা হয়েছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা প্রতীক সেনের (Pratik Sen)। এরপরেই শুরু হয়ে গিয়েছে হইচই।

   

Fans compare Pratik Sen with Uttam Kumar

মোহর সিরিয়ালের দৌলতে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিলেন প্রতীক। বর্তমানে তাকে দেখা যাচ্ছে এক্কা দোক্কা সিরিয়ালে। অভিনেতার ফ্যানেদের সংখ্যাও দিন দিন বেড়েই চলেছে। কিন্তু এবার নিজের অজান্তেই উত্তম কুমারের সাথে তুলনা হতে বেজায় ট্রোলড হতে হল অভিনেতাকে।

নেটপাড়ায় এক নেটিজেন উত্তম কুমার ও প্রতীক সেনের ছবি একসাথে কোলাজ  বানিয়ে শেয়ার করেছেন। সাথে লিখেছেন, ‘টলিউড ইন্ডাস্ট্রির দুই মহারত্ন, উজ্বলতম নক্ষত্র, গর্ব, একজন শ্রদ্ধেয় মহানায়ক উত্তম কুমার আর একজন সফল অভিনেতা দাদাভাই প্রতীক সেন। দুটো পিকচার পুরো আলাদা অথচ ভাব ভঙ্গিমায় পুরো এক. কি অসাধারণ মুখের অভিব্যক্তি প্রকাশ’।

Fan compares Pratik Sen with Uttam Kumar

উত্তম কুমারের সাথে এহেন তুলনা ভালো চোখে দেখেননি অনেকেই। তাই এই পোস্টকে নিয়ে আরেক নেটিজেনদের মন্তব্য, ‘হতেই পারে উনি ভালো অভিনেতা। তাই বলে মহানায়ক উত্তম কুমারের সাথে তুলনা করা একটু বাড়াবাড়ি হয়ে গেল না? কার সাথে কিসের তুলনা!’

এই পোস্ট ভাইরাল হয়ে পড়লে এক  নেটিজেন মন্তব্য করে বসেন, ‘মাউন্ট এভারেস্টের পাশে উইয়ের ঢিবি’।  যদিও এই ট্রোলিং সম্পর্কে হয়তো কিছুই জানেন না অভিনেতা। প্রসঙ্গত, এই প্রথম ফ্যানেদের দ্বারা এমনটা হয়নি। এর আগেও মিঠাই সিরিয়ালের অভিনেত্রী সৌমিতৃষাকে শ্রীদেবীর সাথে তুলনা করা হয়েছিল।

site