বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল। তাই সারাদিনের কর্মব্যস্ততা থেকে অবসর সময় মিলতেই পছন্দের সিরিয়াল দেখা এখন সিরিয়াল পাগল দর্শকদের রোজকারের অভ্যাস। তাই দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখেই আরও একাধিক নতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে বিনোদনমূলক চ্যানেল গুলি। সেইসাথে নিত্যনতুন সিরিয়ালের হাত ধরেই অল্প দিনের মধ্যেই পর্দায় ফিরে আসেন ছোটো পর্দার একাধিক জনপ্রিয়অভিনেতা অভিনেত্রীরাও ।
বাংলা টেলিভিশন জগতের এমনই একজন জনপ্রিয় অভিনেতা হলেন প্রতীক সেন (Pratik Sen)। দর্শকমহলে দুর্দান্ত ফ্যানবেস রয়েছে ‘মোহর’ (Mohor)। ধারাবাহিকের শঙ্খ স্যারের। তাই মোহর শেষ হওয়ার পর থেকেই দর্শকরা ফের একবার পর্দায় প্রতীককে দেখার অপেক্ষায় কার্যত মুখিয়ে রয়েছেন। অবশেষে জানা গেল ষ্টার জলসার পর্দায় প্রতীকের আসন্ন সিরিয়াল ‘সাহেবের চিঠি’ (Saheber Chithi) সম্প্রচারের দিনক্ষণ।
এই সিরিয়ালের হাত ধরেই স্টার জলসার আরো এক জনপ্রিয় সিরিয়াল ‘সাঁঝের বাতি’-র চারু চরিত্রের অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় (Debchandrima Sinha Roy) জুটি বাঁধছেন প্রতীকের সাথে। যার ফলে এই সিরিয়ালের হাত ধরেই বাংলার সিরিয়ালপ্রেমী দর্শকরা পেতে চলেছেন সম্পূর্ণ নতু একটি জুটি। জানা যাচ্ছে দর্শকদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৭ জুন থেকেই স্টার জলসার পর্দায় সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সম্প্রসারিত হবে প্রতীক দেবচন্দ্রিমার নতুন সিরিয়াল।
জানা সিরিয়ালের নায়ক হিসাবে প্রতীকের চরিত্রের নাম হচ্ছে সাহেব। বাংলার আইকন সে। আর এই সিরিয়ালের নায়িকা চিঠি হচ্ছেন দেবচন্দ্রিমাএই সিরিয়ালে সে আবার পেশায় পিওন। এছাড়াও সিরিয়ালের সিরিয়ালের খল নায়িকা রাইমার চরিত্রে দেখা যাবে উত্তম কুমারের নাতবৌ তথা অভিনেতা গৌরব চ্যাটার্জী স্ত্রী দেবলীনা কুমারকে। এই সিরিয়ালেই প্রথম এত বড় একটা চরিত্র করছেন দেবলীনা। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে সিরিয়ালের শুটিংয়ের একটি ভিডিও শেয়ার করেছে চ্যানেল কর্তৃপক্ষ। সেখানে নতুন সিরিয়ালের শুটিং করার অভিজ্ঞতার কথা জানিয়েছেন প্রতীক।
জানা যাচ্ছে বর্তমানে কলকাতাতেই জোরকদমে শুটিং চলছে এই সিরিয়ালের। প্রতীক জানিয়েছেন এই সিরিয়ালে তার চরিত্রের দুটি পার্ট। যার প্রথম পর্বে দেখা যাবে নাচ-গান সবকিছুতেই পারদর্শী সাহেব। সেসময় রাইমার সাথে সম্পর্ক দেখা যাবে তার। কিন্তু পরবর্তীতে গাড়ি দুর্ঘটনার পর থেকে এক পা হারিয়ে নিজেকে ঘরবন্দি করে রাখবে সাহেব। এই দ্বিতীয় পর্বে সাহেবের জীবনে আগমন ঘটবে চিঠির। এই নিয়েই এগোবে সিরিয়ালের গল্প। তবে অবশেষে প্রিয় নায়ক প্রতীককে টিভির পর্দায় দেখার দিনক্ষণ জানতে পারার পর অপেক্ষা আর ধরছেনা দর্শকদের।