তিনি মুখ খুললেই বেরিয়ে আসে একের পর এক অজানা গল্প। সদা ‘ঠোঁটকাটা’ এই গায়ককে অনেকে আবার ‘গায়ক’ বলেই মানতে চান না। বিতর্ক সর্বদা যেন পিছু লেগে থাকে, তবুও সবকিছু সরিয়ে রেখে সর্বদা ‘কুল’ (Cool) টলিউডের গায়ক শিলাজিৎ মজুমদার (Silajit Mazumder)। সম্প্রতি আবারও চাঁচাছোলা ভাষায় শিলাজিৎ সকলের সামনে ফাঁস করলেন এমন এক অজানা তথ্য, যা শুনে চাঞ্চল্য ছড়িয়েছে টলিমহলে (Tollywood)। মন্তব্যে হরনাথ চক্রবর্তী (Haranath Chakraborty) ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prasenjit Chattopadhyay) নাম থাকায় আবারও স্পটলাইটে শিলাজিৎ!
“শিলাজিৎ, তুই আমার এই ছবিটা করে দে। পরের ছবিতে তোকে আমি মুখ্য নায়ক করবই!” শিলাজিৎ মজুমদারকে নাকি এমনই কথা দিয়েছিলেন টলিউডের নামজাদা পরিচালক হরনাথ চক্রবর্তী। সম্প্রতি এক জাতীয় সংবাদমাধ্যমে শিলাজিৎ জানান এহেন ঘটনার কথা। নায়ক হতে না পেরে যে চাপা অভিমান রয়েছে শিলাজিৎয়ের মনে, তাও প্রকাশ করেন সঙ্গীতশিল্পী।
সংবাদমাধ্যমে গায়কের অকপট বক্তব্য, “সাধারণত বিখ্যাতদের থেকে দূরেই থাকি আমি।” নামোল্লেখ করেই শিলাজিৎ জানান, “সঙ্গী ছবির জন্য আমার ডাক আসে। এমনকি এই ছবিটা করে দিলে পরের ছবিতে মুখ্য নায়ক করার কথাও জানান হরনাথ!” আক্ষেপের ভঙ্গিতে শিলাজিৎয়ের সাফ কথা, “যদিও ছবি শেষ হতে হতে দেখলাম, বুম্বাদা বেশি মিষ্টি দেখতে হয়ে গেল! এতেই একটু আক্ষেপ থেকে গেল আর কী।”
এখানেই না থেমে শিলাজিৎ নাম না করেই আক্রমণ করেন অপর এক পরিচালককে। একটা সময় যে পরিচালক প্লাস্টিকের ব্যবসা করত, এখন নাকি সে বড় পরিচালক! শিলাজিৎ এর গানের ভক্ত ওই পরিচালক নাকি তাঁর পিছন পিছন ঘুরতেন একটা সময়, জানান শিলাজিৎ। যদিও পরবর্তীকালে পরিচালক বনে যাওয়ার পর তিনি একটা গানও অফার করেননি গায়ককে। শিলাজিৎ জানিয়েছেন, “১৫টা ছবি করে ফেলল ওই পরিচালক, অথচ আমাকে সুর দেওয়ার জন্য একবারও ডাকল না।”
সংবাদমাধ্যমে নাম না করেই সৃজিত মুখোপাধ্যায়কে (Srijit Mukherjee) সরাসরি আক্রমণ করেন শিলাজিৎ। গায়কের বক্তব্য, “ওরা আমার গান ব্যবহার করে কোটি টাকা রোজগার করলেও আমার বকেয়া টাকা মেটানোর ব্যাপারে কিছুই ভাবছে না। এই কঠিন লকডাউনের মধ্যে শিল্পী হিসেবে বাঁচার জন্য ওই টাকা আমার কাছে অশেষ মূল্যবান। এদিকে তাদের চিঠি পাঠিয়েও কোনও উত্তর পাইনি।”