• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রভাসের সালারের ক্লাইম্যাক্স শ্যুটিং করতে গিয়ে ফতুর প্রশান্ত নীল! একটি দৃশ্যের খরচ ৮০ কোটি

বলিউডকেও এই মুহুর্তে বলে বলে গোল দিচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রি। আর দক্ষিণী অভিনেতাদের এই দাপটে কার্যিত চোখে মুখে অন্ধকার দেখছেন বলি সুপারস্টারেরাও৷ এই তালিকায় যদি সর্বাগ্রে কারোর নান নিতে হয় তিনি নিঃসন্দেহে অভনেতা প্রভাস (Prabhas)৷ একটি সিনেমা তাকে সারা দেশ তথা বিশ্বে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছে৷ আর সেই ছবির নাম জানেনা এমন ভারতবাসী মেলা ভার। কথা হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম এপিক ছবি ‘বাহুবলী’ নিয়ে৷

ছবিতে প্রভাসের (Prabhas) দুর্দান্ত অভিনয় সমাদৃত হয়েছিল গোটা দেশে এমনকি বিদেশেও। তবে এবার বাহুবলীর থেকেও বড়সড় ছবি নিয়ে পুরোনো সমস্ত রেকর্ড ধূলিস্যাৎ করতে প্রস্তুত প্রভাস। কেজিএফ চ্যাপ্টার ২- এর দুর্দান্ত সাফল্যের পর এবার প্রশান্ত নীল মাঠে নামছেন প্রভাসকে নিয়ে।

   

সালার,প্রশান্ত নীল,প্রভাস,বাজেট,বিগ বাজেট,Saalar,prasant neel,prabhas,big Budget,climax scene

প্রভাস প্রশান্ত নীল জুটির আসন্ন ছবি সালারের জন্য বিগবাজেটের অঙ্ক নিয়েই মাঠে নামছেন পরিচালক। মাত্র একটি ক্লাইম্যাক্স দৃশ্য শ্যুটিং এর জন্যই জলের মত বেরিয়েছে টাকা। প্রভাস সালারের ক্লাইম্যাক্সে সমুদ্রের ভিতরে একটি বিশাল অ্যাকশন পর্ব দেখানো হবে। আর এই একটি দৃশ্য শ্যুটিং করতেই প্রায় ৮০ কোটি টাকার মত খরচ হয়েছে, এই দৃশ্যের উপরেই যদিও দাঁড়িয়ে থাকবে গোটা সিনেমা।

 

ইতিমধ্যেই সালারের প্রতি ভক্তদের প্রত্যাশা দ্বিগুণ হয়েছে। কৌতুহল ক্রমেই বাড়ছে ছবির প্রতি, আর নির্মাতারাও দর্শকদের চমক দিতে কালঘাম ছুটিয়ে খাটছেন। এই ছবিতে নায়িকার ভূমিকায় রয়েছেন শ্রুতি হাসান। প্রধান কাস্ট ছাড়াও, সালারে জগপতি বাবু, পৃথ্বীরাজ সুকুমারন এবং ঈশ্বরী রাও মুখ্য ভূমিকায় রয়েছেন। হোমবলে ফিল্মস এই উচ্চ অ্যাকশন বাজেটের চলচ্চিত্রটি খুব শিগগিরই ধামাকা হিট হতে চলেছে।