বৈশাখ মাস পড়তেই আবার চারদিকে বাজছে বিয়ের সানাই। শুভ কাজে দেরি না করে প্যাচপেচে গরমেই বিয়ে সেরে ফেলছেন সাধারণ মানুষ থেকে সেলিব্রেটি সকলেই। এরইমধ্যে বিয়ের খবর দিয়ে সবাইকে চমকে দিলেন বাংলা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা প্রান্তিক ব্যানার্জী (Prantik Banerjee) এবং অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী (Ankitaa Chakraborty)।
গতকাল অর্থাৎ শুক্রবার প্রকাশ্যে এসেছে তাঁদের বিয়ের খবর। তবে তাদের বিয়ে কিন্তু গতকাল হয়নি। লোকচক্ষুর আড়ালে চলতি বছরের শুরুতেই জানুয়ারি মাসে সিকিমের এক ছোট্টো গ্রামে মনোরম প্রাকৃতিক পরিবেশে পাহাড়ের কোলে অঙ্কিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে বিয়ে করেছেন প্রান্তিক। তবে ছিল না কোনো মন্ত্র উচ্চারণ কিংবা সই সাবুদের ঘটা। শুধুমাত্র প্রকৃতিকে সাক্ষী রেখেই গান্ধর্ব মতে বিয়ে সেরেছেন এই জুটি।
চমকের এখানেই শেষ নয়, জানা প্রান্তিক অঙ্কিতার বিয়ের খবর জানতেন না তাদের বাবা মায়ের। সামাজিক রীতি মেনে ঘটা করে বিয়ে করবেন না বলেই একেবারে অভিনব কায়দায় সারাজীবন একে অপরের পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন এই জুটি। অতিথি বলতে কেবলমাত্র দুপক্ষের অত্যন্ত ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু বান্ধব উপস্থিত ছিলেন। হাজির ছিলেন প্রান্তিক অঙ্কিতার কাছের বন্ধু তথা অভিনেত্রী সোহিনী সরকার।
প্রসঙ্গত প্রান্তিক অঙ্কিতার সম্পর্কের কথা সবারই জানা ছিল। সোশ্যাল মিডিয়া পেজে মাঝে মধ্যেই একসাথে ছবি শেয়ার করতেও দেখা যেত তাদের। তবে এই জুটির বন্ধুত্বের সম্পর্ক দীর্ঘ ১০ বছরের হলেও প্রেমের সম্পর্ক কিন্তু বেশীদিনের নয়। জানা যায় ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের বিয়ে আলোচনা করতে করতেই একদিন একটা কফিশপে প্রান্তিক কে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন অঙ্কিতা। হাতে সময় থাকায় আর দেরি না করে চটজলদি পাহাড়ি গ্রামে বিয়ে সেরে নিয়েছিলেন এই জুটি।
প্রান্তিক অঙ্কিতা দুজনেই সমাজের তথাকথিত নিয়মের বেড়াজালে বিশ্বাসী নন। বিয়ের দিন লাল বেনারসীর বদলে ধবধবে সাদা পোশাকে সেজে ছিলেন অঙ্কিতা। ছিল গা ভর্তি সোনার গয়না। প্রান্তিকের পরনেও ছিল সাদা পোশাক। তবে অঙ্কিতার সাজকে নিঃসন্দেহে এক অন্য মাত্রা এনে দিয়েছিল তার মাথার লাল রঙের ওড়না। তবে বিয়ে হয়েছে বলেই কিন্তু এক ছাদের তলায় থাকছেন না তারা। এখনও তারা দুজন দুজনের পাশাপাশি ফ্লাটে থাকছেন।