দেশ, কাল, সময়ের গন্ডী পেরিয়ে একমাত্র সুরের মূর্ছনাই পারে মানুষের মনকে ছুঁয়ে যেতে। আমাদের বাংলার এমনই এক খুদে প্রতিভা হল প্রাঞ্জল বিশ্বাস। হ্যাঁ ঠিকই ধরেছেন। সনি টিভির ‘সুপারস্টার সিঙ্গার ২’ (Superstar Singer 2)-এর সেই ফাইনালিস্ট প্রাঞ্জল বিশ্বাসের (Pranjal Biswas) কথাই বলা হচ্ছে এখানে। সনি টিভির মঞ্চ থেকেই নদীয়ার প্রাঞ্জল-এর গান মন ছুঁয়েছিল অসমুদ্র হিমাচল গোটা দেশবাসীর।
ফাইনালে পৌঁছেও একটুর জন্য হাতছাড়া হয়েছিল বিজয়ীর ট্রফি। কিন্তু তার জন্য কোন আফসোস নেই বাংলার এই খুদে শিল্পীর। ছোট থেকেই বাউল গানের প্রতি তার আকর্ষণ আর জীবনবোধ আকৃষ্ট করেছে গোটা দেশের তাবড় সংগীত বিশেষজ্ঞদের। তালিকায় রয়েছেন আলকা ইয়াগ্নিক, হিমেশ রেশমিয়া, এবং জাবেদ আলীর মতো খ্যাতনামা সব সংগীতশিল্পীরা।
এবার এই খুদেই পা রাখলেন বাংলার প্লেব্যাকের জগতে। এত অল্প বয়সেই বাংলা সিনেমায় প্লেব্যাক (Playback) করেছেন প্রাঞ্জল তাও আবার দেব (Dev)-প্রসেনজিৎ অভিনীত ‘কাছের মানুষ’ (Kacher Manush) সিনেমায়। ‘কলিযুগে বাঁচতে গেলে টাকা লাগে’! ইতিমধ্যেই প্রাঞ্জলের গলায় প্রকাশ্যে এসেছে দেবের কাছের মানুষ সিনেমার দ্বিতীয় গান।
প্রসঙ্গত প্রাঞ্জল মানেই আদ্যোপান্ত বাউল গানের সাধক। তাই প্লে ব্যাক করলেও নিজের গানের ধারা বদলায়নি সে। এমনকি গান লঞ্চের ইভেন্টেও নিজের প্রিয় দোতারা নিয়েই হাজির হয়েছিল ক্ষুদে প্রাঞ্জল। নীলায়ন চট্টোপাধ্যায়েল লেখা ও সুর করা এই গানে প্রাণ ভরে বাংলার বাউল গানের স্বাদ ঢেলে দিয়েছে প্রাঞ্জল।
বাংলার জনপ্রিয় লোকগান ‘টাকা লাগে’ থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি হয়েছে এই গান। প্রাঞ্জলের গাওয়া এই নতুন গানের মধ্যেই উঠে এসেছে একেবারে মধ্যবিত্ত বাঙালি জীবনের সংগ্রামের টুকরো ঝলক। প্রসঙ্গত দেবের হাত ধরেই এই বয়সেই প্রথম প্লেব্যাক গাওয়ার সুযোগ পেয়েছে প্রাঞ্জল।