‘মিঠাই’ (Mithai) মানেই এই মুহূর্তে বাংলার সেরা সিরিয়াল।আট থেকে আশি সকলেই এই সিরিয়ালের ভক্ত। তাই প্রতিদিন ঘড়ির কাঁটায় রাত আটটা বাজতেই সবাই মিলে বসে পড়েন পছন্দের সিরিয়াল মিঠাই দেখতে। দর্শকমহলে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছুই বলার প্রয়োজন নেই। ইতিমধ্যেই ৫৬ বার বেঙ্গল টপার হয়ে সমস্ত রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে মিঠাই এবং তার গোটা মোদক পরিবার।
তাই দর্শকদের মনোরঞ্জন করতেও কোনরকম খামতি রাখেন না সিরিয়ালের নির্মাতারাও। এই কারণেই প্রতি সপ্তাহে এই সিরিয়ালে থাকে নিত্য নতুন চমক। সেই সাথে ইদানিং প্রায়ই দেখা যায় দর্শকদের অত্যন্ত পছন্দের ‘সিধাই মোমেন্ট’। প্রসঙ্গত সিরিয়ালের নায়ক নায়িকা সিড মিঠাইকে দর্শকরা ভালোবেসে নাম দিয়েছেন ‘সিধাই’।
টিভির পর্দায় তাদের রোমান্স দেখার জন্য মুখিয়ে থাকেন দর্শকরা। এই মুহূর্তে সিরিয়ালে চলছে সিদ্ধার্থ মিঠাইয়ের এর প্রথম বিবাহ বার্ষিকী পর্ব। এরইমধ্যে কিছুদিন আগেই ওমি আগরওয়ালের মৃত্যুর পর মোদক পরিবারকে বিপদে ফেলতে সিরিয়ালে নতুন করে এন্ট্রি হয়েছে তার দাদা আদিত্য আগরওয়ালের (Aditya Agarwal)। নতুন করে ফন্দি আঁটতে এবার সে হাত মিলিয়েছে কাউন্সিলর ‘ওয়ান এন্ড অনলি’ প্রমিলা লাহার (Pramila Laha) সাথে।
এই নেগেটিভ চরিত্রে (Negative Role) অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী অরিজিতা মুখোপাধ্যায় (Arijita Mukhopadhyay)। নিজের ভাইয়ের মৃত্যুর বদলা নিতে গোটা মোদক পরিবারকেই এবার পথে বসাতে চায় আদিত্য আগারওয়াল। এই কারণেই এবার তার নজর গোটা মনোহরার দিকে। জমি দখলের জন্য নতুন করে ফন্দি এঁটেছে সে।
(ভিডিওটি দেখার জন্য ওপরের লিংকে ক্লিক করুন। )
তার জন্য আড়ালে থেকে প্রমিলা লাহার সাথে চক্রান্ত করতে দেখা যাচ্ছে তাকে। ইতিমধ্যেই গতকালই টিভির পর্দায় দেখা গিয়েছে সেই পর্ব। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ার পাতায় গতকালের সেই পর্বের একটি ছোট ভিডিও ক্লিপ শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে প্রমিলা লাহার সাথে হাত মিলিয়ে মনোহরের জমি দখল করতে মরিয়া হয়ে উঠেছে আদিত্যে আগারওয়াল। পরিবর্তে প্রমিলা লাহাকে চারটে ফ্ল্যাট দেবে বলল ডিল করে এসেছে সে। এখন দেখার আগামী দিনে এই নতুন ষড়যন্ত্রের জাল ছিড়ে কিভাবে নিজের গোটা পরিবারকে রক্ষা করে মিঠাইসিদ্ধার্থ।