• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কয়েকশো কোটি খরচ করলেই হয় না, ভালো গল্পও লাগে! বলিউডের এটা বোঝা উচিত, বললেন পরিচালক প্রকাশ ঝা

বলিউড (Bollywood) একসময় এই সবটা শুনলেই চোখের সামনে ঘুরে বেড়াতো এক সে এক সুপারহিট ছবি। ওঠছে বিগত কয়েক মাসে সেই ছবিটা অনেকটাই পাল্টে গিয়েছে। শেষ দু-তিন মাসে বেশ কয়েকটি ছবি রিলিজ হয়েছে, যার মধ্যে রয়েছে একাধিক বিগ বাজেট ছবি। কিন্তু সুপারস্টারদের অভিনীত ছবিগুলো মুখ পুড়িয়েছে বক্স অফিসে। হিট হওয়া তো দুরস্ত ছবি তৈরীর টাকা টুকুও তুলতে সফল হয়নি এই ছবিগুলি। বিশেষ করে মিস্টার পারফেকশনিস্ট আমির খানের (Amir Khan) ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে অনেকেই আশাবাদী ছিলেন। কিন্তু সেই ছবিও তরী ডুবিয়ে ছেড়েছে।

আমির খানের ছবি মানেই সুপারহিট হবে এই কথা অনেকেই মানতেন। তাছাড়া প্রতিবার দুর্দান্ত চিত্রনাট্যের কাহিনী পরিবেশন করে নিজেকে প্রমাণও করেছিলেন অভিনেতা। কিন্তু বিগত চার বছর ধরে ছবি তৈরী করলেও চরম ব্যর্থ হয়েছে ‘লাল সিং চাড্ডা’। দর্শকরা একপ্রকার মুখ ফিরিয়ে নিয়েছেন ছবির থেকে। কিন্তু কেন এমনটা হল? এবার সেই নিয়েই মুখ খুলেছেন পরিচালক প্রকাশ ঝা (Prakash Jha)।

   

AMir Khan saying viewers to watch lal singh chadda in hall

ইন্ডাস্ট্রির পরিচালকদের মধ্যে অন্যতম প্রকাশ ঝা। নিয়ে শালী জিন্দেগী, গঙ্গাজল থেকে দিল কেয়া করে এর মত ছবি থেকে আশ্রম এর মত উবে সিরিজের পরিচালনা করেছেন তিনি। এবার তিনিই মুখ খুললেন বলিউডের বর্তমান পরিস্থিতি নিয়ে। কোথায় ব্যর্থতা? কি করতে ঘুরে দাঁড়াতে পারে ইন্ডাস্ট্রি সব কিছু নিয়েই নিজের মত জানালেন পরিচালক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে হাজির হয়েছিলেন প্রকাশ ঝা। সেখানেই তিনি বলেন, ইন্ডাস্ট্রির এবার অন্তত জেগে ওঠা উচিত। বোঝা উচিত যে বলিউডে ছবি নয় আবর্জনা তৈরী হচ্ছে। শুধু টাকা আর সুপারস্টার তারকাদের কোটি কোটি টাকা পারিশ্রমিক দিলেই সিনেমা হিট হয়ে যাবে না। এর জন্য ভালো গল্প চাই, যেটা মানুষ বুঝবে ও দেখে ভালো লাগবে।

Prakash Jha

এদিন পরিচালক জানান, ইন্ডাস্টির লোকে হিন্দিতে কথা বলছে আর ছবি তৈরী করছে অন্য ভাষা থেকে রিমেক করে। এভাবে কাজ করলে তো ছবি ডুবতে বাধ্য। বরং নিজেদের ভাষাতেই ভালো গল্প লেখায় জোর দিতে হবে। তবেই আবারও ঘুরে দাঁড়াবে ইন্ডাস্ট্রি।

প্রসঙ্গত, সম্প্রতিকালে তৈরী হওয়া বিগ বাজেট ছবি যেটা সুপারফ্লপ হয়েছে সেটি হল ‘লাল সিং চাড্ডা’। ছবি তৈরির যে অন্য ১৮০ কোটি টাকা খরচ হয়েছিল, সময় লেগেছিল চার বছর। কিন্তু রিলিজের পর ৮০ কোটি তুলতে কালঘাম ছুটে গিয়েছে। অর্থাৎ কিছু না হলেও প্রায় ১০০ কোটির ক্ষতি হয়েছে নির্মাতাদের। ইতিমধ্যেই এই ক্ষতির দায় পড়েছে আমির খানের ওপরেই। শেষমেশ নিজের ১০০ কোটি টাকার পারিশ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।